বুধবার, ০১ মে, ২০২৪

চলতি বছরের এই দিনে কলকাতা সফরে আসছেন মোদী! রইল প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচি

আত্রেয়ী সেন

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ১০:১৭ এএম | আপডেট: ডিসেম্বর ২৭, ২০২২, ০৪:১৭ পিএম

চলতি বছরের এই দিনে কলকাতা সফরে আসছেন মোদী! রইল প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচি
চলতি বছরের এই দিনে কলকাতা সফরে আসছেন মোদী! রইল প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বছর শেষে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মাসের ৩০ তারিখ জাতীয় গঙ্গা পরিষদের সভা রয়েছে কলকাতায়। এর পাশাপাশি রেলের একাধিক প্রকল্পের সূচনাও করবেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর হাত ধরেই বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলা শুরু হবে। এমনটাই কথা রয়েছে। এদিকে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সম্ভাব্য কলকাতা- সফরসূচি সামনে এসেছে।

জানা গিয়েছে, ৩০ ডিসেম্বরই সকাল ১০ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১০ টা ১৫ নাগাদ বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে আরসিটিসি হ্যালিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন। সাড়ে ১০ টায় গাড়ি করে হাওয়া স্টেশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

এরপর সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন- সহ একাধিক রেল প্রকল্পের উদ্বোধন কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আবার এর মধ্যে ১১ টা ১০ মিনিট নাগাদ INS সুভাষে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্প অর্পণ করবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর ১১ টা ১৫ নাগাদ নমামি গঙ্গে ঘুরে দেখবেন তিনি।

এরপর সাড়ে ১১ টা নাগাদ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুরের দিকে ১ টা ১০ থেকে ১ টা ৫৫ মিনিট নাগাদ সময় বরাদ্দ হয়েছে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের জন্য। INS সুভাষ থেকেই গাড়িতে এরপর মোদী আরসিটিসি হ্যালিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন। আর দুপুরের দিকে ২ টো নাগাদ কলকাতা বিমানবন্দরের উদ্দেশে উড়ান ভরবে তাঁর হেলিকপ্টার। জানা গিয়েছে, ২ টো ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।