সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

‘রাজনৈতিক কারণেই এই খুন’, কাশীপুরে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে দাবি শাহের

আত্রেয়ী সেন

প্রকাশিত: মে ৬, ২০২২, ০৪:৩১ পিএম | আপডেট: মে ৬, ২০২২, ১০:৩১ পিএম

‘রাজনৈতিক কারণেই এই খুন’, কাশীপুরে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে দাবি শাহের
‘রাজনৈতিক কারণেই এই খুন’, কাশীপুরে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে দাবি শাহের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ শাহের বঙ্গ সফরের মাঝেই আজ নয়া বিপত্তি। কাশীপুর এলাকার টালা ব্রিজ সংলগ্ন রেল কলোনিতে সকালে উদ্ধার হয় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে রাজ্য-রাজনীতি। কাশীপুরে বিজেপি নেতা খুনে জল ক্রমশ ঘোলা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। নিহতের মা হাইকোর্টে আবেদন জানিয়েছেন, যাতে ময়নাতদন্ত আপাতত বন্ধ রাখা হয়। এই আর্জি জানিয়ে এদিন তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। কলকাতা হাইকোর্ট এই ঘটনায় মামলা দায়েরের অনুমতি দিয়েছে। 

এদিকে, এদিন কর্মসূচি বদলে করে কাশীপুরে ঘটনাস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি মৃতের পরিবারের সঙ্গে দেখা করেও কথা বলেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক এবং অন্যান্যরা। সেখানে দাঁড়িয়েই অমিত শাহ বলেন, ‘রাজনৈতিক কারণে খুন করা হয়েছে অর্জুন চৌরাসিয়াকে।’ এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন অমিত শাহ। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, ‘যুবমোর্চা নেতাকে খুন করা হয়েছে। পরিবারের দাবি, জঘন্যভাবে হত্যা করা হয়েছে। তৃণমূল সরকারের ১ বছর পূর্ণ হওয়ার ঠিক পরের দিনই রাজ্যে রাজনৈতিক হিংসার পরম্পরা শুরু হয়ে গিয়েছে। বাংলার যেখানেই যান রাজনৈতিক হিংসা, বিরোধী রাজনৈতিক নেতাদের বেছে বেছে নিশানা করার দৃষ্টান্ত আমাদের কাছে আছে। চৌরাসিয়ার হত্যার তীব্র নিন্দা করছি। বিজেপির সবাই চৌরাসিয়া খুনের কড়া শাস্তির দাবি জানাচ্ছি। রাজনৈতিক উদ্দেশ্যেই খুন করা হয়েছে চৌরাসিয়াকে।’

এখানেই শেষ নয়, অমিত শাহ আরও বলেন যে, ‘বাংলার মানুষকে বলতে চাই, হিংসা ও খুনের মধ্যে দিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে। আমি নিপীড়িত পরিবারের সঙ্গে দেখা করেছি, চৌরাসিয়ার ঠাকুমাকেও মারধর করা হয়েছে বলে শুনেছি। পরিবারের দাবি, জোর করে দেহ ছিনিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। ভারতীয় জনতা পার্টি আদালতে গিয়েছে, যাতে ভিডিওগ্রাফি করা হয় ময়নাতদন্তের। পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। তবে একটাই কথা বলার, বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।’ এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার আশ্বাসও দেন। তিনি বলেন, ‘খুনে যারা যুক্ত সবাইকে কাঠগড়ায় দাঁড় করাবই।’

অন্যদিকে, কাশীপুরের ঘটনায় অমিত শাহকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘বিজেপির নাটক করার মঞ্চ দরকার ছিল। সিবিআই তদন্ত দাবি করেছেন উনি, আগে শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত করান।’

প্রসঙ্গত উল্লেখ্য, কাশীপুর এলাকার টালা ব্রিজ সংলগ্ন রেল কলোনিতে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। এক পরিত্যক্ত বাড়ি থেকেঅর্জুন চৌরাসিয়া নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়।