রবিবার, ১৯ মে, ২০২৪

আজ শাহী বৈঠকে সুকান্ত-শুভেন্দু! দিল্লীতে দেখা করতে পারেন আরও এক মন্ত্রীর সঙ্গে

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৯:৪৮ এএম | আপডেট: ডিসেম্বর ২০, ২০২২, ০৩:৪৮ পিএম

আজ শাহী বৈঠকে সুকান্ত-শুভেন্দু! দিল্লীতে দেখা করতে পারেন আরও এক মন্ত্রীর সঙ্গে
আজ শাহী বৈঠকে সুকান্ত-শুভেন্দু! দিল্লীতে দেখা করতে পারেন আরও এক মন্ত্রীর সঙ্গে

রাজ্য জুড়ে আবাস যোজনা নিয়ে শুরু হয়েছে চাপানোতর। এর মধ্যে দিল্লি গিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আজ সবকিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে পারেন। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা। তবে এদিন অমিত শাহের পাশাপাশি আরো এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন তারা।

যদিও বঙ্গ বিজেপির তরফে জানানো হয়েছিল সোমবার বৈঠক ছিল কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে। কিন্তু সেই বৈঠক বাতিল হয়।  সব কিছু ঠিক থাকলে আজ ২০ ডিসেম্বর কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে সেই দরবার করতে চলেছেন বঙ্গ বিজেপির দুই নেতা সুকান্ত এবং শুভেন্দু।

আবাস যোজনা নিয়ে চারিদিকে যে পরিস্থিতির তৈরি হয়েছে তাতে আঙুল উঠছে রাজ্য সরকারের দিকে। কোন ক্ষেত্রে যোগ্য না হলেও তালিকায় নাম থাকছে। আবার দেখা যাচ্ছে যাদের বাড়ি ভাঙা বা সত্যিই আবাস যোজনা পাওয়ার যোগ্য তাদের নাম নেই। পরিস্থিতি সামাল দিতে তালিকা যাচাইয়ে বেশ কয়েক দফা নিয়মবিধি বেঁধে দিয়েছে নবান্ন।

এ বার এই সমস্ত অভিযোগ জানিয়েই কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চলেছেন সুকান্ত-শুভেন্দু। অন্যদিকে ১০০ দিনের টাকা রাজ্য পাচ্ছে না বলে বারবার অভিযোগ করেছে। এবার সেই ১০০ দিনের কাজ নিয়েও বৈঠক হতে পারে।