শনিবার, ১৮ মে, ২০২৪

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বদল পর্ষদের! আজ থেকে শুরু টেটের ইন্টারভিউ

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ১০:৫৯ এএম | আপডেট: ডিসেম্বর ২৭, ২০২২, ০৪:৫৯ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বদল পর্ষদের! আজ থেকে শুরু টেটের ইন্টারভিউ
প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বদল পর্ষদের! আজ থেকে শুরু টেটের ইন্টারভিউ

২০১২-২০১৪-২০১৭ টেট উত্তীর্ণদের আজ থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ। এটাই প্রথম পর্যায়ের ইন্টারভিউ। পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন ডিসেম্বর মাস থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার চেষ্টা হবে। সেই অনুযায়ী বছর শেষেই সুখবর দিল পর্ষদ। পর্ষদের আধিকারিকদের দাবি এক মাসের মধ্যেই আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

শিক্ষক নিয়োগে দুর্নীতি ঠেকাতে আরো তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিজেদের ভাবমূর্তিতে স্বচ্ছতা বজায় রাখতে নজির বিহীন পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিবৃতি জারি করে পর্ষদের তরফে জানানো হয়েছে এবার থেকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউতেও করা হবে ক্যামেরা। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাপটিটিউড টেস্টও হবে ক্যামেরাবন্দী।

এক বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, ইন্টারভিউ হবে এবার কলকাতাতেই। ইন্টারভিউ প্রক্রিয়া এতদিন জেলার বিদ্যালয় বা প্রাথমিক শিক্ষক সংসদের অফিস গুলিতে নেওয়া হতো। কিন্তু এবার থেকে কলকাতাতেই একাধিক টেবিল করে ইন্টারভিউ নেওয়া হবে। মূলত ডিপিএসসি অফিসগুলোতে ইন্টারভিউ নেওয়ার কারণে অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল। সেই কারণেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

সূত্রের খবর, এর আগেও হাইকোর্টের নির্দেশে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে। মূলত যাতে নিয়োগ নিয়ে কোনো রকম অস্বচ্ছতার অভিযোগ না উঠে সেই কারণেই ইন্টারভিউ প্রক্রিয়াকে ক্যামেরা বন্দি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরিপ্রার্থীদের ধরে ধরে ভিডিওগ্রাফি করা হবে। একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের যে সমস্ত উন্নতি পেশ করা হবে সেগুলির ভিডিওগ্রাফি করা হবে। এক্ষেত্রে পরবর্তীকালে কোনরকম অভিযোগ উঠলে তার যথাযথ প্রামাণ্য নথি পর্ষদের কাছে থাকবে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই গোটা বিষয়টি করতে বেশ খানিকটা সময় লাগবে বলে মনে করছেন পর্ষদের আধিকারিকরা। এর জন্য একটি বিশেষ কন্ট্রোল রুমও চালু করা হবে বলে জানানো হয়েছে।