সোমবার, ২০ মে, ২০২৪

আপনি কি দিনে বেশি ঘুমান? হতে পারে এই সকল সমস্যা

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ২৯, ২০২২, ১১:২৪ পিএম | আপডেট: জুন ৩০, ২০২২, ০৫:২৪ এএম

আপনি কি দিনে বেশি ঘুমান? হতে পারে এই সকল সমস্যা
আপনি কি দিনে বেশি ঘুমান? হতে পারে এই সকল সমস্যা

বর্তমানে সবাই এতই ব্যস্ত যে এই জীবনযাত্রায় কোনও কিছুর ঠিক ঠিকানা নেই। এমনকী রাতের ঘুমও হয়না সঠিকভাবে। এবার রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে শরীরে সমস্যা দেখা দিতেই পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে।

অনেকে আবার রাতে না ঘুমিয়েও ভাবে কেবল দিনে ঘুমিয়ে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করে। এই অভ্যাসটা কিন্তু আদৌ ভালো নয়। এই কথাটা কিন্তু বলা হয়েছে আমাদের প্রাচীন আয়ুর্বেদ  শাস্ত্রে। দিনের বেলায় ঘুমিয়ে রাত্রে না ঘুমালে আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে রাতেই ঘুমান।

যাদের দিনের বেলায় একদমই ঘুমানো উচিত নয়-
যে সকল মানুষ ফিটনেস নিয়ে বেশি ভাবেন। এমনকী মানসিক স্বাস্থ্য ভালো রাখতে চাইলেও দিনের বেলা ঘুমাবেন না। আপনার ওজন বেশি থাকে তাহলেও দিনে ঘুমাবেন না।

সারাদিন তেল জাতীয় খাবার বেশি খেলে। এমনকী ময়দার খাবার খেলেও দিনে শোবেন না। ঠান্ডা লাগার সমস্যা থাকলেও এই সময়টা এড়িয়ে যেতে হবে ঘুমানোর। ডায়াবিটিস রোগীরাও অবশ্যই দিনের বেলায় ঘুমাতে যাবেন না।