সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

ত্বকের নানান সমস্যার সমাধান পেঁপে, জানেন এর উপকারিতাগুলি?

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০১:১১ পিএম | আপডেট: এপ্রিল ১৪, ২০২২, ০৭:২৬ পিএম

ত্বকের নানান সমস্যার সমাধান পেঁপে, জানেন এর উপকারিতাগুলি?
ত্বকের নানান সমস্যার সমাধান পেঁপে, জানেন এর উপকারিতাগুলি?

পুষ্টি গুনে ভরপুর পেঁপে অনেকের ডায়েট চার্ট এ নিত্য দিনের সঙ্গী। আমাদের স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারী পেঁপে, তেমন ভাবেই আমাদের ত্বকের যত্নেও পেঁপে খুব উপকারী। ত্বক উজ্জল, মসৃণ করা সহ  আরও নানা ভাবে ত্বকের যত্ন নিয়ে থাকে পেঁপে। চলুন তবে ত্বকের যত্নে পেঁপের গুনাগুনগুলি দেখে নেওয়া যাক-

১) অনেকের ত্বকের ব্রণ এর দাগ থেকে যায়। এই দাগ দূর করতে পেঁপে সাহায্য করে। এমনকি হাতের কনুই ও হাঁটু তে কালচে দাগ থাকলে তাও দূর করে পেঁপে। দাগ দূর করতে কাঁচা পেঁপে টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিন প্রথমে। এরপর ওই পেস্ট এ লেবুর রস মিশিয়ে যে স্থানে দাগ রয়েছে শেখ লাগান। কিছুক্ষণ রেখে মিশ্রণটি শুকিয়ে এলে ধুয়ে নিন। 

২) পেঁপে গোড়ালির ফাটা দূর করতেও সাহায্য করে। এক্ষেত্রে পেঁপে পেস্ট তৈরি করে গোড়ালির ফাটা জায়গায় লাগাতে হবে। তারপর মিনিট ১৫-২০ রেখে ধুয়ে ফেলতে হবে। তারপর ঐ ফাটা স্থানে অলিভ ওয়েল লাগাতে হবে। এভাবে ফাটা ভাব রোধ করা সম্ভব। 

৩) এছাড়া ত্বকে বলিরেখা দূর করতে এবং ত্বকের তারুণ্য বজায় রাখতেও পেঁপে খুব উপকারী। এক্ষেত্রে পেঁপের একটু প্যাক তৈরি করে ব্যবহার করতে হবে। আধকাপ পেঁপে পেস্ট ও তাতে সামান্য পরিমাণ দুধ ও মধু মিশিয়ে একটু প্যাক তৈরি করে নিতে হবে। এরপর এই প্যাকটি মুখে ব্যবহার করুন। লাগানোর পর ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের বলিরেখা দূর হওয়ার সাথে সাথে ত্বক উজ্জ্বল, মসৃণ হয়।

<img class="img-fluid" src="https://www.bongnews24x7.com/media/imgAll/2022January/dilip-ghosh-(1)-20220414065249.jpg" alt="এদিন সবাইকে চমকে দিয়ে নুকুলদানা বিলি করলেন দিলীপ ঘোষ! কিন্তু কেন? জবাবে কী বললেন তিনি?">