শনিবার, ০৪ মে, ২০২৪

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে কি করবেন! জেনে নিন

সৌভিক বেজ

প্রকাশিত: জুলাই ১১, ২০২২, ০৭:১৬ পিএম | আপডেট: জুলাই ১২, ২০২২, ০১:১৬ এএম

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে কি করবেন! জেনে নিন
গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে কি করবেন! জেনে নিন

শসার রস তৈলাক্ত ভাব দূর করতে খুবই কার্যকর। প্রতিদিন বাইরে থেকে এসে শসার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।

শসার রসের সঙ্গে প্রয়োজনমতো গুঁড়ো চাল মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই দিন এই মিশ্রণ ব্যবহারে ত্বক হবে গভীর থেকে পরিষ্কার। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস থেকেও মিলবে মুক্তি। তবে ব্রণ থাকলে সেই সময় স্ক্রাব ব্যবহার করা যাবে না। মধুতে অ্যালার্জি না থাকলে এই মিশ্রণে সামান্য মধুও মিশিয়ে নেবেন।

সপ্তাহে এক দিন যেকোনো একটি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। অতিরিক্ত তৈলাক্ত ত্বক হলে সপ্তাহে দুই দিনও ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে।

গোলাপজল ও লেবুর রস একই পরিমাণে একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। আধা ঘণ্টা পর ধীরে ধীরে, আলতোভাবে তুলা দিয়ে মুখ পরিষ্কার করুন। ব্রণ এবং ফুসকুড়ির দাগ উঠে যাবে।

এক চা-চামচ বেসন, সামান্য টক দই ও খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে প্যাক লাগানোর আধা ঘণ্টা পর মুখ ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে সুন্দর ও লাবণ্যময়।