শনিবার, ০৪ মে, ২০২৪

আপনার শিশুর ডায়াবেটিস- এর সমস্যা নেই তো? কি করে বুঝবেন? দেখুন লক্ষণগুলি

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২, ০২:৩৩ পিএম | আপডেট: সেপ্টেম্বর ২, ২০২২, ০৮:৩৩ পিএম

আপনার শিশুর ডায়াবেটিস- এর সমস্যা নেই তো? কি করে বুঝবেন? দেখুন লক্ষণগুলি
আপনার শিশুর ডায়াবেটিস- এর সমস্যা নেই তো? কি করে বুঝবেন? দেখুন লক্ষণগুলি

বর্তমানে ছোটোদের নানা শারীরিক সমস্যা দেখা যায়। জ্বর, সর্দি, কাশি তো লেগেই আছে। তবে এগুলো ছাড়াও একবার ডায়াবেটিস এর দিকেও নজর রাখাভালো। কখন কি আপনার শিশুর ক্ষতি করবে তা বলা মুশকিল।

সূত্র মারফত জানা গেছে, ১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের টাইপ-২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এবং শিশুদের টাইপ-১ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে থাকে। কিন্তু বর্তমানে ১৮ বছরের থেকে ছোটদেরও টাইপ-২ ডায়াবেটিস হওয়ার আশঙ্কা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে।

এছাড়া যদি মায়ের গর্ভে থাকাকালীন মায়ের ডায়াবেটিস থাকে কিংবা যদি কাছের আত্মীয় দের ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে সেইসব শিশুদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে থাকে।

চলুন তবে এবার শিশুদের ডায়াবেটিস এর লক্ষণ গুলি দেখে নেওয়া যাক - 
বিছানাতে প্রস্রাব করা যদি নতুন করে শুরু করে।  বেশি বেশি করে প্রস্রাব করে। শরীর দূর্বল ও শুকিয়ে গেলে। অল্পতেই ক্লান্ত হয়ে পড়া এবং বেশি বেশি জল খাওয়া।