শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

গ্রিন টি খাওয়ার পর অবশিষ্ট পাতা নষ্ট না করে ব্যবহার করুন ত্বকের যত্ন নিতে! কিভাবে?

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ০২:০১ পিএম | আপডেট: এপ্রিল ৯, ২০২২, ০৮:০১ পিএম

গ্রিন টি খাওয়ার পর অবশিষ্ট পাতা নষ্ট না করে ব্যবহার করুন ত্বকের যত্ন নিতে! কিভাবে?
গ্রিন টি খাওয়ার পর অবশিষ্ট পাতা নষ্ট না করে ব্যবহার করুন ত্বকের যত্ন নিতে! কিভাবে?

গ্রিন টি আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে নানা ভাবে উপকারী। তবে শুধু স্বাস্থ্যের ক্ষেত্রেই নয় ত্বকের যত্নে নানাভাবে উপযোগী। ত্বক উজ্জল করতে, ত্বকে দাগ দূর করতে, ত্বকের বলিরেখা দূর করতে, ডার্ক সার্কেল দূর করতে, ত্বক টানটান রাখতে ইত্যাদি নানা ভাবে উপযোগী গ্রিন টি। 

তবে এক্ষেত্রে আপনি গ্রিন টি খাওয়ার পর যে অবশিষ্ট পাতা ফেলে দেন, সেই অবশিষ্ট পাতা দিয়েই আপনি নিতে পারবেন ত্বকের যত্ন। কিভাবে নেবেন ত্বকের যত্ন এক নজরে দেখে নিন ব্যাবহারবিধি-

১) অবশিষ্ট গ্রিন টি দিয়ে ফেস মাস্ক তৈরি করতে পারেন। এক্ষেত্রে অবশিষ্ট চা পাতা, হলুদ, মধু ও দই মিশিয়ে টিভিস রং তৈরি করুন। এরপর এটি আপনার মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে মাস্ক শুকিয়ে এলে হালকা উষ্ণ জলে মুখ ধুয়ে নিন।এই  মাস্ক ব্যবহারের ফলে মুখের দাগ দূর হওয়ার সাথে সাথে ত্বক উজ্জল ও মসৃণ হবে। 

২) এছাড়া অবশিষ্ট গ্রিন টি এর সাথে সামান্য চিনি মিশিয়ে গ্রিন টি ফেস স্ক্রাব তৈরি করতে পারেন। এই স্ক্রাবের দ্বারা ত্বক উজ্জল হবে সাথে ত্বকের বলিরেখা দূর হবে ও টানটান হবে। 

৩) এগুলো ছাড়াও ফেস ম্যাসাজ করতে পারেন অবশিষ্ট গ্রিন টি ব্যাগ দিয়ে। এক্ষেত্রে ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ভিজিয়ে ফ্রিজে রাখতে হবে। তারপর ঠাণ্ডা টি ব্যাগ ত্বকে ম্যাসাজ করুন। এতে ত্বক সতেজ, সঙ্গে ডার্ক সার্কেল দূর হবে। এবার থেকে অবশিষ্ট গ্রিন টি ফেলে না দিয়ে ব্যবহার করুন ত্বকের যত্নে। এবং ত্বকের সৌন্দর্যতা বাড়িয়ে তুলুন।