শনিবার, ০৪ মে, ২০২৪

বিশ্বকাপ কাঁপাচ্ছেন নাতি, মেসির ঠাকুমার বাড়ির সামনে সর্বক্ষণ চলছে উল্লাস! রইল ভিডিও

মৌসুমী মোদক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০২:১৪ পিএম | আপডেট: ডিসেম্বর ১৬, ২০২২, ০৮:৩৬ পিএম

বিশ্বকাপ কাঁপাচ্ছেন নাতি, মেসির ঠাকুমার বাড়ির সামনে সর্বক্ষণ চলছে উল্লাস! রইল ভিডিও
বিশ্বকাপ কাঁপাচ্ছেন নাতি, মেসির ঠাকুমার বাড়ির সামনে সর্বক্ষণ চলছে উল্লাস! রইল ভিডিও

২০২২ কাতার বিশ্বকাপ প্রায় শেষের পথে। আর এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি চর্চায় যার নাম তিনি, লিওনেল মেসি। মাঠে নেমে একের পর এক কীর্তির রেকর্ড গড়ছেন তিনি। সেমিফাইনালেও তাঁর নজরকাড়া পারফরম্যান্স চোখ ধাঁধিয়ে দিয়েছে ফুটবলপ্রেমীদের। মেসিকে নিয়ে তাই আর্জেন্টিনীয়দের আবেগের শেষ নেই!

আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে, তাঁর অন্যতম কারিগর লিওনেল মেসি৷ দেশের রাজধানী বুয়েন্স আয়ার্সে তাই এখন চুটিয়ে চলছে সেলিব্রেশন পর্ব। শুধু তাই নয়, শেষ চারের লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করার পরেই মেসির ঠাকুমার বাড়ির সামনে ভীড় জমে যায় সমর্থকদের। আর সেখানে সর্বক্ষণ ধরে চলে উল্লাস!

সম্প্রতি ফক্স সকার শেয়ার করেছে এই ভিডিও। যা আপাতত গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে মেসির ঠাকুমার বাড়ির সামনে তুমুল উল্লাসে মেতে রয়েছেন আর্জেন্টিনীয় সমর্থকরা। আসলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেরার সেরা পারফর্ম করেন এলএম ১০। নিজে পেনাল্টি থেকে গোল করেছেন। বাকি দুই গোলের পাসও এসেছে তাঁর পা থেকে। তাই তাঁকে নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস তো স্বাভাবিক বিষয়ই!

প্রসঙ্গত, ১৯৯৮ সালে মেসির ঠাকুমা সেলিয়া ওলিবেইরা প্রয়াত হন। ঠাকুমাই যে তাঁর অনুপ্রেরণা এ কথা বারবার জানিয়েছেন মহাতারকা। আর প্রতি ম্যাচের পর প্রয়াত ঠাকুমাকে সম্মান জানানোর জন্যই মেসি গোলের পর দু-হাত তুলে আকাশে হাত প্রসারিতও করেন।

একবার এক মেসি সাক্ষাৎকারে বলেছিলেন, “চার বছর বয়স থেকে ক্লাবে ফুটবল খেলা শুরু করি। সেই সময় সেই ক্লাবের সকলের এক বছর বেশি বয়স ছিল। একবার একজন ফুটবলারের ঘাটতি হচ্ছিল। সেই সময় আমার ঠাকুমা কোচকে বলেন, লিওকে নাও! কোচ বারবার বলতেন, ‘ও বড্ড ছোট।’ তবে ঠাকুমা নাছোড় হয়ে খেলানোর কথা বলে যেতেন।”

https://www.instagram.com/reel/CmLbMM-rZJH/?igshid=NDk5N2NlZjQ=

উল্লেখ্য, ইতিমধ্যেই গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে টপকে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলস্কোরার হয়ে উঠেছেন মেসি। এখনও পর্যন্ত মেসির বিশ্বকাপ গোল সংখ্যা ১১। ফাইনালে যদি গোল করতে পারেন, তাহলে সেই সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে, এখনও পাঁচটা বিশ্বকাপে অংশ নিয়ে টুর্নামেন্টে সবথেকে বেশি ম্যাচ খেলার নজিরও(৩৫টি) মেসিরই। লোথার ম্যাথিউজকে পেরিয়ে গিয়েছেন তিনি। নীল-সাদা জার্সি এই ছোটখাটো চেহারার মানুষটি যে মাঠে নেমে কী ম্যাজিক দেখান, তার প্রমাণ এই পরিসংখ্যানগুলিই৷