বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪

ICC Women‍‍`s World Cup 2022: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়! শেষ চারের আশা জিইয়ে রাখলেন স্মৃতি-ঝুলনরা

মৌসুমী মোদক

প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৬:০৭ পিএম | আপডেট: মার্চ ২৩, ২০২২, ১২:০৯ এএম

ICC Women‍‍`s World Cup 2022: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়! শেষ চারের আশা জিইয়ে রাখলেন স্মৃতি-ঝুলনরা
বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়! শেষ চারের আশা জিইয়ে রাখলেন স্মৃতি-ঝুলনরা

চলতি মহিলা বিশ্বকাপে (ICC Women‍‍`s World Cup 2022) মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে খেলতে নেমেছিল ভারতের প্রমীলা বাহিনী। আর এই ম্যাচ দিয়েই জয়ের সরণীতে ফিরলেন মিতালীরা। এদিন বাংলাদেশকে ১১০ রানের বড় ব্যবধানে হারিয়ে দিল ভারতীয় মহিলা দল। ফলে জিইয়ে রইল শেষ চারে যাওয়ার আশা।

মঙ্গলবার বাংলাদেশ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল ভারতীয় দল। ৬ ম্যাচ খেলে এখন ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। একই পয়েন্ট নিয়ে চারে ওয়েস্ট ইন্ডিজ। তবে রানরেট যথেষ্ট ভালো থাকার সুবাদে ক্যারিবিয়ান মহিলাদের টপকে গেলেন স্মৃতি-ঝুলনরা। ফলে বলা যেতেই পারে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথে একধাপ এগোল ভারত। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ জিতলে শেষ চারে যাওয়ার রাস্তা সাফ হয়ে যাবে মিতালীদের।

এদিন টসে জিতে শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালী রাজ। স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মার ওপেনিং জুটিতেই উঠে যায় ৭৪ রান। এরপর তিনে নেমে অর্ধশতরানের ইনিংস খেলেন ইয়াস্তিকা ভাটিয়া। মাঝে পরপর কয়েকটি উইকেট পড়ে গেলেও শেষ দিকে রিচা ঘোষ, পূজা ভস্ত্রাকর এবং স্নেহ রানার লড়াকু ব্যাটিংয়ে ভর করে সাত উইকেটে ২২৯ রানে ইনিংস শেষ করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা। হ্যামিলটনে বাইশ গজের যুদ্ধে ব্যাটিং ও বোলিং দুইয়েই বাংলাদেশকে মাত দেয় ভারত। ঝুলন-স্নেহ রানাদের দাপটে শেষ পর্যন্ত ১১৯ রানে গুঁটিয়ে যান বাংলাদেশিরা। ভারত ম্যাচ জেতে ১১০ রানের বিশাল ব্যবধানে। ম্যাচের সেরার পুরস্কার ওঠে ভারতের হয়ে ৮০ বল খেলে ৫০ রানের ইনিংস খেলা ইয়াস্তিকা ভাটিয়ার হাতে।

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে গেলে এই ম্যাচ জিততেই হত ভারতকে। এই অবস্থায় দাঁড়িয়ে দলের এই বড় দলে তৃপ্ত মিতালীরা। এবার লক্ষ্য দক্ষিণ আফ্রিকা বধ। তবে কাজটা যদিও খুব সহজ হবে না। টুর্নামেন্টে আপাতত মাত্র একটাই ম্যাচ হেরেছেন প্রোটিয়ারা। তাও আবার গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে। তাই মাথায় বেশ প্রস্তুতি নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামতে হবে ভারতকে।