শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিরাট-রোহিতদের দেখার আশায় তুঙ্গে টিকিটের চাহিদা! চলল লাঠিচার্জ, আহত হয়ে হাসপাতালে ভর্তি ৭

মৌসুমী মোদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ১২:০২ পিএম | আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৬:০৮ পিএম

বিরাট-রোহিতদের দেখার আশায় তুঙ্গে টিকিটের চাহিদা! চলল লাঠিচার্জ, আহত হয়ে হাসপাতালে ভর্তি ৭
বিরাট-রোহিতদের দেখার আশায় তুঙ্গে টিকিটের চাহিদা! চলল লাঠিচার্জ, আহত হয়ে হাসপাতালে ভর্তি ৭

করোনা আবহে বিগত দু-বছর স্টেডিয়ামে বসে ক্রিকেট খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন সমর্থকরা। এবার করোনা-পর্ব মিটতেই চেনা ছন্দে ধরা পড়ছে সমর্থকদের উন্মাদনা। তবে এবার ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) তৃতীয় টি-২০ ম্যাচের টিকিট কাটতে গিয়ে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হল হায়দ্রাবাদ জিমখানা গ্রাউন্ডে।

চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ হওয়ার কথা রবিবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই ম্যাচের জন্যই টিকিটের হাহাকার তুঙ্গে উঠেছিল জিমখানা স্টেডিয়ামে। বৃহস্পতিবার অফলাইন টিকিট কাটার কাউন্টার খোলা হয় জিমখানা গ্রাউন্ডে। জিমখানা গেটে পেটিএমের অফলাইন কাউন্টারের বাইরে বিশাল জনস্রোত জড়ো হয়েছিল।

বিপুল সংখ্যায় ক্রিকেটভক্তরা ভিড় জমাতে থাকেন। উত্তেজিত জনতাকে সামলাতে অপারগ হয়ে পড়ে পুলিস। টিকিট হাতে পাওয়ার আগেই ক্রিকেটভক্তদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। অনেকে গেটের বেড়া টপকেও কাউন্টারে আসতে চাইছিলেন। দর্শকরা টিকিট কিনতে গিয়ে এতটাই লাগামছাড়া হয়ে গেলেন যে পুলিশ লাঠি চালাতে বাধ্য হল। বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রিপোর্ট অনুযায়ী, ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন অন্তত ৪ জন। তবে বেসরকারি মতে, আহতের সংখ্যা কুড়ি। লাঠি চার্জেও বহুজন আহত হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

ইতিমধ্যেই  পুলিশের লাঠিচার্জের ভিডিও ভাইরাল হয়েছে। এই প্রসঙ্গে পুলিশের তরফে স্থানীয় ডিসিপি সি.দীপ্তি জানান, "প্রচুর মানুষ টিকিট কাটতে এসেছিলেন। কিন্তু সেই পরিমাণ টিকিট বিক্রি করা সম্ভব ছিল না। তার মধ্যে বৃষ্টি পড়তে থাকায় অনেকেই মাঠের দরজার সামনে গিয়ে দাঁড়াতে চাইছিলেন। আমরা সকলকে লাইনে দাঁড়াতে বলছিলাম। তাতেই ধাক্কাধাক্কি শুরু হয়। গোটা ঘটনায় কয়েকজন পুলিশও আহত হয়েছে।"