শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

SENA দেশে ১০০ টেস্ট উইকেট! এজবাস্টনে কপিল-কুম্বলেদের ছুঁয়ে ফেললেন বুমরাহ

মৌসুমী মোদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ১১:৩৬ এএম | আপডেট: জুলাই ৫, ২০২২, ০৫:৩৬ পিএম

SENA দেশে ১০০ টেস্ট উইকেট! এজবাস্টনে কপিল-কুম্বলেদের ছুঁয়ে ফেললেন বুমরাহ
SENA দেশে ১০০ টেস্ট উইকেট! এজবাস্টনে কপিল-কুম্বলেদের ছুঁয়ে ফেললেন বুমরাহ

এজবাস্টন টেস্টে ব্যাটে-বলে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দু‍‍`দিন আগেই ব্যাট হাতে টেস্টের এক ওভারে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছিলেন ভারতীয় দলের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন। সোমবার, টেস্টের চতুর্থ দিনে তিনি নাম লেখালেন কপিল দেব (Kapil Dev), অনিল কুম্বলেদের (Anil Kumble) এলিট ক্লাবে।  

টেস্ট ক্রিকেটে SENA (South Africa, England, New Zealand, Australia) দেশে ১০০ উইকেট নিয়ে ফেললেন বুমরাহ। সোমবার, ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রাউলিকে আউট করেই এমন অনন্য রেকর্ড গড়ে ফেলেন তিনি৷ সেনা দেশে বুমরাহ-র ১০০ উইকেটের মধ্যে ৩৬টি এসেছে ইংল্যান্ডে। ৩২টি উইকেট অস্ট্রেলিয়ায়, ২৬টি উইকেট দক্ষিণ আফ্রিকায় এবং ৬টি উইকেট এসেছে নিউজিল্যান্ডের মাটিতে।

এদিন ষষ্ঠ ভারতীয় হিসেবে সেনা দেশে ১০০ টেস্ট উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরাহ। তালিকায় তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে, জাহির খান, ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও কপিল দেবদের মতো মহারথীরা। বুমরাহ-র আগে ভারতীয়দের মধ্যে সেনা দেশে ১০০ টেস্ট উইকেট রয়েছে তাঁদের ঝুলিতে।

সেনা দেশে সর্বাধিক টেস্ট উইকেটশিকারীর তালিকা
১৪১- অনিল কুম্বলে
১৩০- ইশান্ত শর্মা
১১৯-  জাহির খান
১১৯-  মহম্মদ শামি
১১৭-   কপিল দেব
১০১- জসপ্রীত বুমরাহ

এর আগে এই টেস্টে আরেকটি রেকর্ডও গড়েছেন বুমরাহ! ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে এখন বুমরাহ-ই। তিনি পিছনে ফেলে দিয়েছেন ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, জাহির খানদের মতো বোলারকে। ২০২১-২২ মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহ-র সংগ্রহ মোট ২১ উইকেট। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসেও ৩ উইকেট নিয়েছিলেন ভারতীয় দলের এই স্ট্যান্ড ইন ক্যাপ্টেন।

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকা
জসপ্রীত বুমরাহ, ২১ উইকেট (২০২১-২২ মরশুম)
ভুবনেশ্বর কুমার, ১৯ উইকেট (২০১৪)
জাহির খান, ১৮ উইকেট (২০০৭)
ইশান্ত শর্মা, ১৮ উইকেট (২০১৮)
সুভাষ গুপ্তে, ১৭ উইকেট (১৯৫৯)