শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চ্যাম্পিয়ন হতেই পুরস্কারে ভাসল গুজরাট! বাটলারের হাতেও উঠল এত লাখ, কে কত পেলেন?

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ৩০, ২০২২, ০২:০৩ পিএম | আপডেট: মে ৩০, ২০২২, ০৮:০৩ পিএম

চ্যাম্পিয়ন হতেই পুরস্কারে ভাসল গুজরাট! বাটলারের হাতেও উঠল এত লাখ, কে কত পেলেন?
চ্যাম্পিয়ন হতেই পুরস্কারে ভাসল গুজরাট! বাটলারের হাতেও উঠল এত লাখ, কে কত পেলেন?

আইপিএল অভিষেকেই সাড়া জাগিয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনালে তারা হারাল প্রথম মরশুমের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে। আর অভিষেক মরশুমেই ট্রফি জিতে ইতিহাস গড়ে ফেলল গুজরাট।

গুজরাট চ্যাম্পিয়ন হতেই বোর্ডের তরফ থেকে ২০ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হল। রানার্স আপ হিসেবে রাজস্থান রয়্যালসের হাতে উঠল ১৩ কোটি টাকা। অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পেল ৭ কোটি টাকা। চতুর্থ স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস পেল ৬.৫ কোটি টাকা।

ট্রফি হাতছাড়া হলেও এবার আইপিএলে পুরস্কারে ভাসলেন রাজস্থানের জস বাটলার। তিনি এবার সর্বোচ্চ রান করে হলেন গোলাপি টুপির মালিক। এছাড়াও সর্বাধিক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকানো তারকা, পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন, গেমচেঞ্জার অফ দ্য সিজন, এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ডও উঠেছে তাঁর হাতে।

এবার একনজরে দেখে নেওয়া যাক আইপিএল ২০২২-এর সম্পূর্ণ পুরস্কারের তালিকা:

বিজয়ী : গুজরাট টাইটান্স (২০ কোটি টাকা)

রানার্স আপ: রাজস্থান রয়্যালস (১৩ কোটি টাকা)

তৃতীয় স্থান: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৭ কোটি)

চতুর্থ স্থান: লখনউ সুপার জায়ান্টস (৬.৫ কোটি টাকা)

এমার্জিং প্লেয়ার: উমরান মালিক (১০ লক্ষ টাকা)

সর্বাধিক ছক্কা: জস বাটলার (১০ লক্ষ টাকা)

সর্বাধিক বাউন্ডারি: জস বাটলার (১০ লক্ষ টাকা)

গেমচেঞ্জার এওয়ার্ড: জস বাটলার (১০ লক্ষ টাকা)

পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন: জস বাটলার (১০ লক্ষ টাকা)

সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন: দীনেশ কার্তিক (১০ লক্ষ টাকা, টাটা পাঞ্চ)

মরশুমের দ্রুততম ডেলিভারি: লকি ফার্গুসন (১৫৭.৩ কিমি, ১০ লক্ষ টাকা)

বেগুনি টুপি: যুজবেন্দ্র চাহাল (২৭ উইকেট, ১০ লক্ষ টাকা)

গোলাপি টুপি: জস বাটলার (৮৬৩ রান, ১০ লক্ষ টাকা)

মরসুমের সেরা ক্যাচ: এভিন লুইস (কেকেআরের বিরুদ্ধে, ১০ লক্ষ টাকা)

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: জস বাটলার (১০ লক্ষ টাকা)

ফেয়ার প্লে এওয়ার্ড: যুগ্মভাবে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স

উল্লেখ্য, বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী মরশুম অর্থাৎ ২০২৩-এ আইপিএলের পুরস্কার মূল্য আরও বাড়তে চলেছে। ইনসাইড স্পোর্টস ওয়েবসাইটে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "আগামী বছর পুরস্কার মূল্য বাড়ানো যায় কিনা, তা নিয়ে আলোচনা চলছে। সেক্ষেত্রে আগামী মরশুম থেকে প্রাইজ মানি ২০-২৫ শতাংশ বাড়ানো হতে পারে। আগামী মরশুম শুরুর আগে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।"