শনিবার, ১৮ মে, ২০২৪

বেজে গেল IPL-এর বাজনা! কবে থেকে শুরু ক্রোড়পতি লিগ? ফাইনাল কবে?

মৌসুমী মোদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১১:৩৯ এএম | আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৫:৫৭ পিএম

বেজে গেল IPL-এর বাজনা! কবে থেকে শুরু ক্রোড়পতি লিগ? ফাইনাল কবে?
বেজে গেল IPL-এর বাজনা! কবে থেকে শুরু ক্রোড়পতি লিগ? ফাইনাল কবে?

বেজে গেল আইপিএল-এর বাজনা৷ অবশেষে সম্প্রচারকারী সংস্থার দাবি মেনে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। মার্চের শেষ থেকেই শুরু হতে চলেছে এই মরশুমে ক্রোড়পতি লিগ। বৃহস্পতিবার, আইপিএল গভর্নিং কাউন্সিলের দীর্ঘ বৈঠকের শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে খবরের সত্যতা স্বীকার করেছেন।

জানা গিয়েছে, এবারের আইপিএল শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে। ফাইনাল হতে পারে ২৯ মে। তবে সম্পূর্ণ ক্রীড়াসূচী এখনও ঠিক হয়নি। পাশাপাশি লিগ পর্যায়ের ম্যাচের ভেন্যু ঠিক হলেও, প্লে অফের ভেন্যু এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে খুব শীঘ্রই তা প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। পূর্ণাঙ্গ ক্রীড়াসূচীও জানানো হবে পরবর্তীতে।

এবারের আইপিএল হচ্ছে ঘরের মাঠে৷ ১০ দলের এই টুর্নামেন্ট দেশের চারটি মাঠে হওয়ার কথা। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, এবারের মেগা টুর্নামেন্টের ৫৫টি ম্যাচ হবে মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডি ওয়াই পাতিল এবং ওয়াংখেড়েতে ঘুরিয়ে ফিরিয়ে। ওয়াংখেড়েতে হবে ২০টি ম্যাচ, ব্রেবোর্নে ১৫টি ম্যাচ এবং ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে হবে ২০টি ম্যাচ। বাকি ১৫টি ম্যাচ হবে পুনের এমসিএ স্টেডিয়ামে।

পাশাপাশি এবারের আইপিএল-এ ক্রিকেটভক্তদের জন্যও থাকছে সুখবর। এবার মাঠে বসেই মেগা টুর্নামেন্টের খেলা খেলতে পারবেন উৎসুক দর্শক। জানা যাচ্ছে, আগের দু‍‍`বার দর্শকশূন্য মাঠে খেলা হলেও, এবারের টুর্নামেন্ট আর কিন্তু তা হবে না। বরং এবার মাঠে দর্শক প্রবেশের অনুমতি থাকবে৷ আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের আশ্বাস, ২৫ অথবা ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে লিগের শেষ দিকে মাঠে ১০০ শতাংশ দর্শককেই প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। তবে তা পুরোপুরি নির্ভর করছে মহারাষ্ট্র সরকারের নিয়ম অনুযায়ী।