শুক্রবার, ০৩ মে, ২০২৪

ডিসেম্বরের মাঝেই ফের IPL-র নিলাম! টুর্নামেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত BCCI-এর

মৌসুমী মোদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ১০:২৩ পিএম | আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৪:২৩ এএম

ডিসেম্বরের মাঝেই ফের IPL-র নিলাম! টুর্নামেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত BCCI-এর
ডিসেম্বরের মাঝেই ফের IPL-র নিলাম! টুর্নামেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত BCCI-এর

আগামী বছর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (The Indian Premier League) ফিরছে একেবারে চেনা ছন্দেই। আইপিএল ২০২৩ (IPL 2023)-এ আর নির্বাচিত ভেন্যুতে নয়, খেলা হবে ফের হোম-অ্যাওয়ে ফরম্যাটে। আর টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর মাসখানেক কাটতে না কাটতেই বেজে যাবে আইপিএলের দামামা। আর আগামী মরশুমের আইপিএলের নিলামও হয়ে যাবে ডিসেম্বরের মাঝামাঝি। অন্তত বিসিসিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। 

বোর্ড সূত্রে খবর, আইপিএলের আগামী মরশুমের নিলাম পর্ব হবে মাঝ ডিসেম্বরেই। খুব সম্ভবত ১৬ ডিসেম্বর হবে নিলাম। ইতিমধ্যেই বিসিসিআই-এর তরফে ফ্র্যাঞ্চাইজিগুলিকে বেসরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে। আগামী মাসে বোর্ডের নির্বাচন পর্ব মিটে গেলেই বিসিসিআই (BCCI) নিলামের প্রস্তুতি শুরু করে দেবে বলেই জানা যাচ্ছে।

সব ঠিক থাকলে আসন্ন আইপিএলের খেলা শুরু হওয়ার কথা মার্চের তৃতীয় সপ্তাহে। অর্থাৎ টুর্নামেন্টের মাস তিনেক আগেই নিলাম হয়ে যাবে। যা টুর্নামেন্টের ইতিহাসে বিরল। শেষ পর্যন্ত ডিসেম্বরে নিলাম হলে এক বছরের মধ্যেই দু’বার আইপিএলের নিলাম দেখবে ক্রিকেট বিশ্ব। এর আগে ২০১৮ সালে জানুয়ারি এবং ডিসেম্বরে নিলাম হয়েছিল। তারপরই এবার ফেব্রুয়ারি এবং ডিসেম্বরে নিলাম হওয়ার কথা।

গত আইপিএলের আগেই ১০টি দল নিয়ে মেগা নিলামের আয়োজন করেছিল বোর্ড। তবে এবারে আর মেগা নিলাম হবে না। এবারের নিলাম পর্ব হবে অনেক সংক্ষেপে। অনেক কম সংখ্যক ক্রিকেটার অংশ নেবেন। সেকারণেই একদিনে মিটিয়ে ফেলা হবে এই মিনি নিলাম পর্ব। সব ঠিক থাকলে সেটা ১৬ ডিসেম্বরই হবে। নিলামের ভেন্যু অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। সেটা ঠিক হয়ে গেলেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দেওয়া হবে। 

ডিসেম্বরে নিলাম হওয়ার অর্থ টি-২০ বিশ্বকাপে নজরকাড়া তারকারা আইপিএলে মোটা অঙ্কের দর পেতে পারেন। বিশেষ করে তুলনামূলকভাবে অখ্যাত যেসব তারকা বিশ্বকাপে ভাল পারফর্ম করবেন, তাঁর মোটা অঙ্কে দল পেয়ে যেতে পারেন। নিলামে প্রতিটি দল ৯৫ কোটি টাকা নিয়ে নামতে পারবে, যা গত বারের থেকে পাঁচ কোটি বেশি। পাশাপাশি কোনও দল যদি কোনও ক্রিকেটারকে ছেড়ে দেয়, তা হলে অতিরিক্ত অর্থ নিয়ে নামার সুযোগ থাকছে।

আবার মিনি নিলামের অনেক আগেই খুলে যেতে পারে ট্রেডিং ইউনডো। যাতে ১০টি দল একে অপরের ক্রিকেটারদের সই করানোর সুযোগ পাবে। সূত্রের খবর, এবারে ট্রেডিং ইউনডো অনেক বেশিদিন ধরে খোলা রাখতে চায় বোর্ড। নিলামের সপ্তাহখানেক আগে পর্যন্ত সেটা খোলা থাকবে। আবার নিলামের পরেও খুলতে পারে।