বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স, তবুও কেন বাদ পড়েছিলেন? টিম ইন্ডিয়ার নির্বাচন নিয়ে বিস্ফোরক রাহুল

মৌসুমী মোদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ১১:৪৪ এএম | আপডেট: মার্চ ৩০, ২০২২, ০৫:৪৪ পিএম

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স, তবুও কেন বাদ পড়েছিলেন? টিম ইন্ডিয়ার নির্বাচন নিয়ে বিস্ফোরক রাহুল
বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স, তবুও কেন বাদ পড়েছিলেন? টিম ইন্ডিয়ার নির্বাচন নিয়ে বিস্ফোরক রাহুল

বর্তমানে টিম ইন্ডিয়ার এক গুরুত্বপূর্ণ সদস্য তিনি। জাতীয় দলের জার্সিতে বছর দুয়েক ধরেই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। কোহলি নেতৃত্ব ছাড়ার পর রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্বও দিয়েছেন। রোহিত অধিনায়ক হয়ে আসার পর তাঁর ডেপুটির দায়িত্বও উঠেছিল হাতে৷ তবে এই যাত্রাটা এতই সহজ ছিল না। একসময় ভালো খেলেও টিম ইন্ডিয়ায় নিজের জায়গা পাক করতে পারেননি। এবার সেই বিষয়েই মুখ খুললেন ভারতীয় ক্রিকেট তারকা কেএল রাহুল।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স ছিল তাঁর। তারপরও ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে জায়গা পাননি কেএল রাহুল। বিশ্বকাপে প্ৰথম দুই ম্যাচে চার নম্বরে ব্যাটিং করলেও চোট পেয়ে ওপেনার শিখর ধাওয়ান ছিটকে যাওয়ায় পরবর্তী ম্যাচগুলোয় তাঁর জায়গায় ওপেন করতে নামেন রাহুল। সেবার ৯ ম্যাচে ৩৬১ রান করেন রাহুল। ঝুলিতে ছিল দুটো হাফ সেঞ্চুরি এবং একটি শতরান। তবুও বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়তে হয় তাঁকে। যা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি রাহুল।

সম্প্রতি গৌরব কাপুরের চ্যাট শো ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’-এ এসে পুরোনো সেই ঘটনাই শেয়ার করলেন রাহুল। তিনি জানান, জাতীয় দল থেকে বাদ পড়ার পরেই বন্ধু ক্রিস গেইলকে মেসেজ করেছিলেন। আইপিএলে আরসিবি ও পরে পাঞ্জাব কিংস-এ খেলার সময় থেকেই দুজনের সখ্যতা শুরু। তাই সে সময় নিজের মনের কথা জানিয়েছিলেন গেইলকে।

গেইল তখন তাঁকে পরামর্শ দেন, যে বিষয়গুলি নিজের নিয়ন্ত্রণে থাকে না, সেগুলো নিয়ে বেশি চিন্তা না করে নিজের পারফরম্যান্স উন্নত করার কথা ভাবতে। একইসঙ্গে বড় রান করার জন্য রাহুলকে মনোসংযোগ বাড়ানোর কথাও বলেন গেইল। তাঁর কথা শুনেই নিজের খেলার দিকে আরও মনোযোগ দেন রাহুল। তার ফল আগামীতে আজ দেখাই যাচ্ছে!