বুধবার, ০৮ মে, ২০২৪

টি-২০ বিশ্বকাপের দলে কেন নেই গতিতে ঝড় তোলা উমরান মালিক? নেটিজেনদের প্রশ্নের মুখে বোর্ড

মৌসুমী মোদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ১১:৪৯ এএম | আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৬:১৯ পিএম

টি-২০ বিশ্বকাপের দলে কেন নেই গতিতে ঝড় তোলা উমরান মালিক? নেটিজেনদের প্রশ্নের মুখে বোর্ড
টি-২০ বিশ্বকাপের দলে কেন নেই গতিতে ঝড় তোলা উমরান মালিক? নেটিজেনদের প্রশ্নের মুখে বোর্ড

আগামী অক্টোবরেই অস্ট্রেলিয়ায় বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup 2022) আসর। আর এই কুড়ি ওভারের বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সোমবার বিকালেই কুড়ি ওভারের বিশ্বযুদ্ধের জন্য মোট ১৯ সদস্যের (স্ট্যান্ড-বাই নিয়ে) দল ঘোষণা করেছে বিসিসিআই। কিন্তু তারপরই নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।

বিশ্বকাপের জন্য যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, সেই ১৫ জনের দলে নেই দেশের অন্যতম পেস অস্ত্র মহম্মদ শামি। বরং স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে বাংলার পেসারকে। পাশাপাশি স্ট্যান্ড-বাইতে রয়েছেন শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার। তবে এই ১৯ জনের স্কোয়াডে একেবারেই জায়গা হয়নি গতিতে ঝড় তোলা উমরান মালিকের (Umran Malik)। আর তারপরই সরব হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা।

গত আইপিএলে উমরানের গতি চোখ ধাঁধিয়ে দিয়েছিল সকলের।  জম্মু-কাশ্মীরের এই পেস অস্ত্রের গতিতে ঘায়েল হয়েছিলেন বহু তারকা ব্যাটার। আইপিএল মোট ২২ উইকেট নিয়ে সকলের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। ভারতীয় দলের উঠতি প্রতিভাদের উঠে গিয়েছিল তাঁর নাম। এমনকি জাতীয় টি-২০ দলে তাঁর অভিষেকও ছিল প্রত্যাশিত।

আইপিএলের পরেই আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের সদস্য হিসাবে রাখা হয়েছিল উমরানকে। তিনটে টি-২০-তেই খেলেছিলেন তিনি। তবে তারপরই দল থেকে কার্যত ছেঁটে ফেলা হয় তাঁকে। বিশ্বকাপের স্কোয়াডে তো জায়গা হয়নি বটেই এমনকি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সিরিজেও রাখা হয়নি তাঁকে। যা নিয়ে ইতিমধ্যেই বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।

সমর্থকদের মতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে উমরানের আগুনে পেসের গতি ভারতীয় বোলিংয়ে প্লাস পয়েন্ট হতে পারত। তাই তাঁকে দলে না রাখা নিয়ে ইতিমধ্যেই উঠে গিয়েছে হাজারও প্রশ্ন। অন্যদিকে এশিয়া কাপে টিম ইন্ডিয়ার ব্যর্থতার পরে ভারতের বোলিং লাইনআপ নিয়েও নানা প্রশ্ন উঠছে। এরপরেও কেন উমরান মালিককে স্কোয়াডে ব্রাত্য রাখা হচ্ছে, বোর্ডের কাছে সেই প্রশ্নের জবাব চাইছেন সমর্থকরা।

এবার একনজরে দেখে নেওয়া যাক, 

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের দল
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, আর অশ্বিন, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল ও অর্শদীপ সিং।

স্ট্যান্ড-বাই
মহম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।