শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আগে মাত্র ৭ জন! বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে IPL-এ অনন্য নজির গড়ে দেখালেন অশ্বিন

মৌসুমী মোদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ০৮:২৮ পিএম | আপডেট: এপ্রিল ২৮, ২০২২, ০২:২৮ এএম

আগে মাত্র ৭ জন! বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে IPL-এ অনন্য নজির গড়ে দেখালেন অশ্বিন
আগে মাত্র ৭ জন! বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে IPL-এ অনন্য নজির গড়ে দেখালেন অশ্বিন

এর আগে মাত্র ৭ জনের এই নজির রয়েছে। মঙ্গলবার রাতে সেটাই করে দেখালেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বিশ্বের অষ্টম বোলার ও দ্বিতীয় অফ-স্পিনার হিসাবে আইপিএলে (Indian Premier League) ১৫০ উইকেট নেওয়ার রেকর্ডে নাম লেখালেন তিনি।

গতকাল পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই ম্যাচে আরসিবির বিরুদ্ধে উইকেট তুলে নিতেই ১৫০ আইপিএল উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করলেন ভারতীয় তারকা। এদিন ৩ উইকেট শিকার করেন অশ্বিন। আউট করেন রজত পাতিহার, শাহবাজ আহমেদ ও প্রভুদেশাই-কে।

এদিন আরসিবি-র বিরুদ্ধে নামার আগে অশ্বিনের ঝুলিতে ছিল মোট ১৪৯ আইপিএল উইকেট। আর আরসিবি ম্যাচে তিন উইকেট শিকার করতেই ১৫০ আইপিএল উইকেটের মাইলফলক স্পর্শ করেন তামিলনাড়ুর এই অফ স্পিনার। তাঁর ঝুলিতে এখন মোট ১৫২টি আইপিএল উইকেট।

অশ্বিনের আগে আইপিএলের ইতিহাসে প্রথম অফ স্পিনার হিসেবে ১৫০ উইকেট পেয়েছিলেন একমাত্র হরভজন সিং। এরপর দ্বিতীয় অফ স্পিনার হিসেবে এই রেকর্ডে নিজের নাম খোদাই করলেন অশ্বিন। আর সেই সঙ্গে ভাজ্জিকে টপকে পৌঁছে গেলেন শীর্ষেও। এই তালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ‍‍`মিস্ট্রি স্পিনার‍‍` সুনীল নারিন। তাঁর নামের পাশে এখন ১৪৯ উইকেট। চলতি আইপিএলেই তাই নারিনের কাছে সুযোগ থাকছে অশ্বিনকে টপকে যাওয়ার।