শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সেঞ্চুরিতে দুরন্ত রজত পাতিদার! IPL প্লে-অফে এই অনন্য রেকর্ড গড়ে মাতালেন ইডেন

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ২৬, ২০২২, ০৪:০৯ পিএম | আপডেট: মে ২৬, ২০২২, ১০:১৮ পিএম

সেঞ্চুরিতে দুরন্ত রজত পাতিদার! IPL প্লে-অফে এই অনন্য রেকর্ড গড়ে মাতালেন ইডেন
সেঞ্চুরিতে দুরন্ত রজত পাতিদার! IPL প্লে-অফে এই অনন্য রেকর্ড গড়ে মাতালেন ইডেন

তিনি এলেন, খেললেন আর জয় করলেন ইডেন! বুধবার রাতে অনামী তারকা রজত পাতিদারের ব্যাটিং দেখে এমনটা বললে অত্যুক্তি হবে না! রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে ইডেন গার্ডেন্স মাতিয়ে তুললেন তিনি৷ মধ্যপ্রদেশের ২৮ বছরের এই ব্যাটার এদিন উপহার দিলেন ৫৪ বলে অপরাজিত ১১২ রানের ঝকঝকে এক ইনিংস। একইসঙ্গে গড়ে ফেললেন একাধিক রেকর্ড।

বুধবার এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের সামনে ২০৮ রানের লক্ষ্যমাত্রা রাখল আরসিবি। যার নেপথ্যে রয়েছেন রজত৷ ১০০ মিনিট ক্রিজে থেকে ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকালেন তিনি। করে ফেললেন কেরিয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরি। ক্রিকেটের নন্দনকাননে তখন দর্শকদের জয়জয়কার!

ইডেনে শুধু ব্যাটিং ঝড় তোলাই নয়, রজত গড়লেন অনন্য নজিরও৷ আইপএলের ১৫ বছরের ইতিহাসে রজতই প্রথম ‍‍`আনক্যাপড‍‍` (যিনি এখনও দেশের হয়ে খেলেননি) ব্যাটার যিনি আইপিএল প্লে-অফে শতরান হাঁকালেন। একইসঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসাবে আইপিএল প্লে-অফ বা নকআউট খেলায় সেঞ্চুরি করার নজির গড়লেন তিনি। রজতের সামনে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ, শেন ওয়াটসন , ঋদ্ধিমান সাহা ও মুরলী বিজয়ের মত নামী-দামী সব তারকা। আইপিএলের নকআউট ম্যাচে দ্রুততম সেঞ্চুরিও রজতেরই ঝুলিতে।

এদিন, আরসিবি ইনিংসের সিংহভাগ রানই আসে রজতের মতো এক অনামী ক্রিকেটারের ব্যাট থেকে। ২০৭.৪০-র স্ট্রাইক রেটে অনবদ্য ব্যাটিং করে আরসিবিকে শুধু নিরাপদ জায়গাতেই পৌঁছে দিলেন না, বরং তাঁর এই রানের জন্যই দিশেহারা হয়ে পড়ল লখনউ। রান তাড়া করতে নেমে লখনউয়ের কেউই রজতের ইনিংসের ধারে-কাছেও পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত ১৪ রানে এলিমিনেটর জিতে পরের পর্বে চলে গেল আরসিবি।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই সেরার পুরস্কার ওঠে রজতের হাতে। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন স্বয়ং আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসিসও। অন্যদিকে, ইডেনে যারা ‍‍`বিরাট ঝড়‍‍` দেখতে এসেছিলেন, সেই দর্শকদেরও খালি হাতে ফেরাননি রজত। বিরাট না পারলেও তাঁরই উত্তরসূরীর হাত ধরে ইডেন খুঁজে পেল আরেক নতুন তারকাকে।