শনিবার, ০৪ মে, ২০২৪

দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! পুড়ে ছাই গাড়ি, গুরুতর জখম ঋষভ পন্থ

মৌসুমী

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ১০:৪৯ এএম | আপডেট: ডিসেম্বর ৩০, ২০২২, ০৪:৪৯ পিএম

দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! পুড়ে ছাই গাড়ি, গুরুতর জখম ঋষভ পন্থ
দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! পুড়ে ছাই গাড়ি, গুরুতর জখম ঋষভ পন্থ

বছরের শেষ দিনে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন মাকে সারপ্রাইজ দেবেন বলে। কিন্তু সেই আশা অধরা থেকে গেল রাস্তাতেই। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ক্রিকেটার ঋষভ পন্থ। গুরুতর জখম অবস্থায় দিল্লির এক হাসপাতালে ভর্তি তিনি।

জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন তিনি। নিজেই চালাচ্ছিলেন বিএমডব্লিউ গাড়িটি। ঠিক তখনই নারসান বর্ডারের কাছে ঋষভের গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। বহু কষ্টে আগুন নেভানো হয়। কোনও মতে উদ্ধার করা হয় ক্রিকেটারকে। এরপর স্থানীয় বাসিন্দারাই তাঁকে তড়িঘড়ি ভর্তি করেন রুরকির হাসপাতালে।

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খেলোয়াড়ের কপালে, পিঠে ও পায়ে গুরুতর চোট লেগেছে। এই মুহূর্তে তাঁকে দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। । কী ভাবে দুর্ঘটনা ঘটল, গাড়িতে কী ভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলেছিলেন ঋষভ পন্থ। ঢাকা থেকে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন পন্থ।শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজে দলে অবশ্য তিনি নেই। কিছু দিনের মধ্যেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার কথা ছিল তাঁর।পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া পরিকল্পনাও ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল বছরের শেষের এই দুর্ঘটনায়।