শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আপনার স্মার্টফোনে 5জি সাপোর্ট পাবেন কিনা চেক করেছেন? রইল পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ১১:৪৮ পিএম | আপডেট: অক্টোবর ১৩, ২০২২, ০৫:৪৮ এএম

আপনার স্মার্টফোনে 5জি সাপোর্ট পাবেন কিনা চেক করেছেন? রইল পদ্ধতি
আপনার স্মার্টফোনে 5জি সাপোর্ট পাবেন কিনা চেক করেছেন? রইল পদ্ধতি

আপনি যদি টেলিকম অপারেটররা যে শহরগুলিতে 5জি চালু করেছে সেখানে বাস করেন এবং আপনার কাছে একটি ৫জি সাপোর্টেড ফোন থাকে, তাহলেই যে আপনি এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা পাবেন তা কিন্তু নয়। তার জন্য আপনার ৫জি ফোনে নেটওয়ার্কের সিগন্যাল পাওয়ার জন্য নির্দিষ্ট ব্যান্ড থাকতে হবে। এখন আপনার ৫জি ফোনটিতে আদৌ পরিষেবা মিলবে কীনা তা যদি আপনি না জানেন, তাহলে এই সহজ উপায়ে তা আপনি জেনে নিতে পারবেন। রইল সেই পদ্ধতি-

চেক করার জন্য প্রথমে স্মার্টফোনের সেটিংস (Settings) অ্যাপ খুলুন। এবার স্ক্রল করে ‘ওয়াই-ফাই অ্যান্ড নেটওয়ার্ক’ (Wi-Fi & Network) অপশন বেছে নিন। সেখানে ‘সিম অ্যান্ড নেটওয়ার্ক’ (Sim & Network) বিকল্পে যান এবং এখান থেকে ‘প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ’ (Preferred Network Type)-এ ক্লিক করুন। এতে আপনি একটি তালিকা দেখতে পাবেন।

এবার যদি আপনার স্মার্টফোনটি ৫জি কানেক্টিভিটি সমর্থন করে, তাহলে আপনি অন্যান্য নেটওয়ার্ক বিকল্পগুলির ঠিক পাশে তার অপশন দেখতে পাবেন। যেমন – 2G/3G/4G/5G৷

আপনার iPhone-এ 5G নেটওয়ার্ক সাপোর্ট আছে কীনা চেক করবেন কিভাবে জানুন-
iPhone 12 থেকে শুরু করে পরবর্তী সমস্ত iPhone মডেল 5G সাপোর্ট দেওয়া হয়েছে। তবে দুঃখের বিষয় হল এই বহুমূল্য হ্যান্ডসেটগুলির ইউজাররা এখনই এই পরিষেবা উপভোগ করতে পারবেননা। পরিষেবাটি ব্যবহার করার জন্য আপনাদের Apple-এর সফ্টওয়্যার আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।