শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

Gmail এর ইনবক্স ভর্তি হয়ে যাচ্ছে? এক ক্লিকেই মুছে ফেলুন সমস্ত মেসেজ, রইল পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ১১:৪৭ পিএম | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৫:৪৭ এএম

Gmail এর ইনবক্স ভর্তি হয়ে যাচ্ছে? এক ক্লিকেই মুছে ফেলুন সমস্ত মেসেজ, রইল পদ্ধতি
Gmail এর ইনবক্স ভর্তি হয়ে যাচ্ছে? এক ক্লিকেই মুছে ফেলুন সমস্ত মেসেজ, রইল পদ্ধতি

Gmail এ আমরা অনেক ধরণের বিজ্ঞাপনী বা প্রচারমূলক ই-মেলগুলি হল বিপণন মেলগুলো দেখতে পাই। যেগুলো কোনও সাইটে বা প্ল্যাটফর্মে রেজিস্টার করলে পাওয়া যায়। এগুলো থেকে নতুন জিনিসের বাজারে আসার খবর জানা যায়। এমন নয় যে এই ইমেলগুলি সর্বদা অপ্রয়োজনীয়। তবে অনেক ক্ষেত্রে এগুলি আমাদের জি-মেল ইনবক্স দ্রুত ভরে ফেলে। যার ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ মেলগুলি হারিয়ে যেতে পারে। তবে এই সব ই-মেল মুছে ফেলার একটি সহজ কৌশল আছে।

প্রতিটি বিজ্ঞাপনী বা প্রচারমূলক ই-মেলের শেষে একটি ‍‍`আনসাবস্ক্রাইব‍‍` বোতাম থাকে। এই বোতামে ক্লিক করলে এই ই-মেলগুলি আমাদের জি-মেল ইনবক্সে আর আসবে না। এমনকী, স্প্যাম ফোল্ডারেও আসা বন্ধ হয়ে যাবে। তার জন্য যেটি করতে হবে।

এটি করতে, প্রথমে জি-মেল অ্যাকাউন্টে লগইন করতে হবে। তারপর এই ধরণের প্রচারমূলক মেল খুলতে হবে। এবার যে ওয়েবসাইট/কোম্পানির ই-মেলটি আর দরকার মনে হয় না, সেটি খুলে ফেললে নিচের দিকে স্ক্রল করে গেলে পাওয়া যাবে আনসাবস্ক্রাইব বোতাম। সেটিতে ক্লিক করলেই মুক্তি মিলবে অবাঞ্ছিত মেলের হাত থেকে।

প্রসঙ্গত জেনে রাখুন যে তাদের স্মার্ট রিপ্লাই ফিচারে গুগল আরও তিনটি নতুন ভাষা যোগ করেছে। এই তিনটি নতুন ভাষা হল- স্প্যানিশ, পোর্তুগিজ এবং ফ্রেঞ্চ। সংস্থা জানিয়েছে এই ব্যাপারে ইউজারদের কোনও কিছু নিয়েই ভাবার দরকার নেই, তাঁরা যে ভাষাতেই টাইপ করুন না কেন, অ্যাপ সেটা আপনা থেকেই বুঝে নেবে এবং সেই ভাষাতেই রিপ্লাই দেবে।