বুধবার, ০১ মে, ২০২৪

এবার বাংলাতেই ব্যবহার করতে পারবেন ফেসবুক! কীভাবে? রইল ভাষা পরিবর্তনের সহজ পদ্ধতি

মৌসুমী মোদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০২:০৩ পিএম | আপডেট: মার্চ ৪, ২০২২, ০২:৩৩ পিএম

এবার বাংলাতেই ব্যবহার করতে পারবেন ফেসবুক! কীভাবে? রইল ভাষা পরিবর্তনের সহজ পদ্ধতি
এবার বাংলাতেই ব্যবহার করতে পারবেন ফেসবুক! কীভাবে? রইল ভাষা পরিবর্তনের সহজ পদ্ধতি / প্রতীকী ছবি

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল ফেসবুক (Facebook)। গোটা বিশ্বে তো বটেই ভারতেও এই জনপ্রিয়তম অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা অজস্র। দিনে দিনে তা ক্রমশ বেড়েই চলেছে। আর প্রতিনিয়ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এভাবে বাড়ার পিছনে রয়েছে অ্যাপটির নিত্যনতুন ফিচার।

বর্তমানে একাধিক ভাষায় ফেসবুক ব্যবহার করা সম্ভব। অনেকেই চান নিজের ভাষায় ফেসবুক ব্যবহার করতে। যাতে সমস্ত ফিচার ভালোভাবে খুঁজে পাওয়া যায় বা বুঝতে সুবিধা হয়। তাই এখন ইংরেজি তো বটেই সঙ্গে  বাংলা, হিন্দি, তামিল, মারাঠি, তেলেগু, ফ্রেঞ্চ, স্প্যানিশ সহ একশোর বেশি ভাষায় ফেসবুক ব্যবহার করতে পারেন মানুষ।

কিন্তু ফেসবুকের ভাষা পরিবর্তন করবেন কীভাবে? কীভাবে নিজের ভাষায় ব্যবহার করবেন এই অ্যাপ? খুব সহজ পদ্ধতিতেই তা করা সম্ভব। কম্পিউটার হোক বা মোবাইল, দু‍‍`জায়গা থেকেই ফেসবুকের ভাষা পরিবর্তন করা যাবে। দেখে নিন সেই পদ্ধতি!

ব্রাউজারের মাধ্যমে-
১/ কম্পিউটার থেকে facebook.com ওয়েবসাইট ওপেন করুন। এরপর ডান দিকে উপরে ড্রপ ডাউন মেনু সিলেক্ট করুন।
২/ এবার Settings & Privacy অপশন বেছে নিন।
৩/ এর পরে স্ক্রিনে অনেক অপশন দেখা যাবে। সেখানে Language বেছে নিন।
৪/ এরপর সরাসরি ভাষা পরিবর্তনের মেনু ওপেন হয়ে যাবে। এখানে Facebook language এর পাশে Edit বাটন দেখতে পাবেন।
৫/ এবার ড্রপ ডাউন মেনু থেকে নিজের পছন্দের ভাষা বেছে নিন। 
৬/ তারপর Save Changes সিলেক্ট করুন। তাহলে আপনার Facebook অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে। তবে এই পরিবর্তন অ্যাপে প্রতিফলিত হবে না।

Android ফোনের মাধ্যমে-
১/ প্রথমে Android ফোন থেকে Facebook অ্যাপ ওপেন করে ডান দিকে উপরে মেনু ট্যাব সিলেক্ট করুন।
২/ এরপর স্ক্রোল ডাউন করে Settings & Privacy সিলেক্ট করুন।
৩/ এবার স্ক্রিনের নীচে সিলেক্ট করুন Settings। সেখানে Language & Region সিলেক্ট করুন।
৪/ এবার পরের স্ক্রিনে প্রথম অপশনেই ভাষা বদল করার অপশন দেখতে পাবেন। দ্বিতীয় অপশনে অ্যাপের ভাষা পরিবর্তন করতে পারবেন। এই অপশন সিলেক্ট করে নিজের পছন্দের ভাষা বেছে নিন।
৫/ ভাষা সিলেক্ট করে Save অপশনে ক্লিক করলেই আপনার Facebook অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে।

iPhone এর মাধ্যমে-
১/ প্রথমে iPhone  থেকে Facebook অ্যাপ ওপেন করে ডান দিকে উপরে মেনু ট্যাব সিলেক্ট করুন।
২/ এরপর স্ক্রোল ডাউন করে Settings & Privacy সিলেক্ট করুন।
৩/ এবার স্ক্রিনের নীচে সিলেক্ট করুন Settings। সেখানে Language & Region সিলেক্ট করুন।
৪/ এবার পরের স্ক্রিনে প্রথম অপশনেই ভাষা বদল করার অপশন দেখতে পাবেন। দ্বিতীয় অপশনে অ্যাপের ভাষা পরিবর্তন করতে পারবেন। এই অপশন সিলেক্ট করে নিজের পছন্দের ভাষা বেছে নিন।
৫/ ভাষা সিলেক্ট করে Save অপশনে ক্লিক করলেই আপনার Facebook অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে।