শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

স্মার্টফোন তো ব্যবহার করেন! ব্যাটারি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানেন কি? জানুন

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: মে ১৮, ২০২২, ১০:২৪ পিএম | আপডেট: মে ১৯, ২০২২, ০৪:২৪ এএম

স্মার্টফোন তো ব্যবহার করেন! ব্যাটারি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানেন কি? জানুন
স্মার্টফোন তো ব্যবহার করেন! ব্যাটারি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানেন কি? জানুন

বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষই স্মার্টফোন ব্যবহার করে থাকে। আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। এটি ছাড়া আমরা এখন প্রায় অচল বললেই চলে। তবে এই ফোনগুলোর ব্যাটারি সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা প্রয়োজন। তাই গুরুত্বপূর্ণ তথ্যগুলি একনজরে দেখে নিন-

ফোনের ব্যাটারি চার্জ নেওয়া নিয়ে অনেকে অনেক ভিন্ন ভিন্ন ধারণা দিয়ে থাকে। যেমন ফোনের ব্যাটারি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত চার্জ দেওয়া উচিত নয়। তবে একথা সত্য নয়। এরকম কোন নিয়ম নেই বললেই চলে। তবে যদি ব্যাটারির আয়ু দীর্ঘ করতে চান তাহলে ফোনের সম্পূর্ণ চার্জ শেষ হওয়ার পর চার্জ দিন। তবে যেকোনো সময়ই ফোন চার্জ দেওয়া যেতে পারে। 

অন্যদিকে স্মার্টফোন সারারাত চার্জ বসিয়ে রাখলে ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি ফোন ব্লাস্ট হতে যেতে পারে, ব্যাটারি ফুলে যায় এরূপ নানা কথা শোনা যায়। তবে এরকম কোনো ব্যাপার না। বর্তমানে স্মার্টফোনগুলো অনেক উন্নত। এক্ষেত্রে একবার ব্যাটারি ফুল হয়ে গেলে অটোমেটিক চার্জ হওয়া বন্ধ হয়ে যায়।  ব্যাটারির সেরকম কোনো ক্ষতি হয় না। 

তবে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। যেমন - ঘুমানোর সময় নিজের কাছে ফোন চার্জ দিয়ে ঘুমানোর উচিত নয়। কারণ চার্জারে কোনো সমস্যা থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া ঘুমানোর সময় ফোন কাছে নিয়ে ঘুমানোই উচিত নয়।