রবিবার, ০৫ মে, ২০২৪

চুরি যাওয়া বা হারানো স্মার্টফোন ট্রাক করুন এই সরকারি ওয়েবসাইটে, জানুন বিস্তারিত

সৌভিক বেজ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ১১:৪৭ পিএম | আপডেট: আগস্ট ২৯, ২০২২, ০৫:৪৭ এএম

চুরি যাওয়া বা হারানো স্মার্টফোন ট্রাক করুন এই সরকারি ওয়েবসাইটে, জানুন বিস্তারিত
চুরি যাওয়া বা হারানো স্মার্টফোন ট্রাক করুন এই সরকারি ওয়েবসাইটে, জানুন বিস্তারিত

ফোন এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। বেশিরভাগ সময় চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোনের জন্য থানায় ডায়েরি বা FIR (এফআইআর) করলেও তেমন লাভ হয়না। তাই সেক্ষেত্রে  ‘Find My Device’ অপশন ব্যবহার করে সেটিকে ট্র্যাক যেতে পারে। আবার ট্র্যাকিং সম্ভব না হলে, আপনি ভারত সরকারের এই CEIR (সিইআইআর) পোর্টালের মাধ্যমে নিজেই ব্লক করতে পারবেন খোয়া যাওয়া স্মার্টফোন।

আপনি যদি আপনার ফোন হারিয়ে ফেলেন, তাহলে সিইআইআর ওয়েবসাইটের ‘ব্লক’ অপশনটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অপশনটি নির্বাচন করলে সাইটে একটি ফর্ম খুলবে যেখানে আপনার মোবাইল নম্বর, আইএমইআই (IMEI) নম্বর, মডেল এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ জিজ্ঞাসা করা হবে। তবে এই ফর্ম সাবমিট করার জন্য হারিয়ে যাওয়া ফোনের এফআইআর নম্বর প্রয়োজন হবে (মানে এই ওয়েবসাইট ব্যবহার করার আগে আপনাকে পুলিশের কাছে অভিযোগ জানাতেই হবে)।

এই গোটা প্রক্রিয়া কার্যকর হলে আপনার ফোন খেলনা হয়ে যাবে, ফলে কেউ চাইলেও সেটি ব্যবহার করতে পারবে না। পরে যদি আপনি ফোনটি খুঁজে পান তাহলে এটি ব্যবহার করতে ‘আনব্লক’ (Unblock) বিকল্পটি কার্যত একইভাবে কাজে লাগাতে পারেন এই ওয়েবসাইট থেকে।