শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মোবাইলেই তুলুন DSLR এর মত ছবি, কিভাবে? ব্যাবহার করুন এই App গুলি

সৌভিক বেজ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ১১:৫১ পিএম | আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৫:৫১ এএম

মোবাইলেই তুলুন DSLR এর মত ছবি, কিভাবে? ব্যাবহার করুন এই App গুলি
মোবাইলেই তুলুন DSLR এর মত ছবি, কিভাবে? ব্যাবহার করুন এই App গুলি

এবার মোবাইলের তোলা ছবি বানিয়ে ফেলতে পারবেন dslr এর মত সুন্দর। তার জন্য ব্যাবহার করুন এই ফটো এডিটর app গুলি।

Picsart: পিক্সআর্ট অ্যান্ড্রয়েডের অন্যতম একটি জনপ্রিয় ফটো এডিটর অ্যাপ। এটিতে রয়েছে ফটোশপের মতো উন্নত প্রোগ্রামের মতো ফিচার এবং একাধিক ছবির লেয়ার যুক্ত করার ক্ষমতা। এমনকি আপনি PicsArt ব্যবহার করে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য কোলাজ এবং ব্যানার তৈরি করতে পারবেন। এছাড়া অনেক প্রফেশনাল এডিটিং করতে পারবেন।

Snapseed: বহু ফিচার সমৃদ্ধ ফটো এডিটর অ্যাপ এটি নয়। তবে ব্যবহার করা সহজ এবং বেশ সহজবোধ্য। আপনি যে ছবিটি এডিট করতে চান তা বেছে নিতে হবে এবং আপনি বিভিন্ন লেয়ার এবং ফিচার দেখতে পাবেন। সহজেই এডিট করতে পারবেন।

Adobe Lightroom: লাইটরুম হল অ্যান্ড্রয়েডের জন্য একটি ফটো এডিটর যা আপনাকে ফটোতে আলো এবং রঙের সঙ্গে খেলা করতে দেয়। আপনি একটি ছবিতে এক্সপোজার স্তর, হাইলাইট, ছায়া এবং প্রধানত রঙের টোনগুলি পরিবর্তন করতে পারেন। আপনি ফটোগুলিকে রঙিন করতে তুলতে পারেন এই অ্যাপ দিয়ে।

Canva: ক্যানভায় ইনস্টাগ্রাম পোস্ট, গল্প, ইউটিউব থাম্বনেইল, পোস্টার, ফ্লায়ার, আমন্ত্রণ কার্ড ইত্যাদির মতো একাধিক ব্যবহারের ক্ষেত্রে প্রচুর টেমপ্লেট রয়েছে। ফটোগুলি ডিজাইন বা এডিট করতে চাইলে তাও করতে পারবেন এই অ্যাপে।