শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

অচেনা নম্বর থেকে বারবার কল আসছে? সাবধান! নিমেষে ফাঁকা হতে পারে একাউন্ট

সৌভিক বেজ

প্রকাশিত: জুলাই ২, ২০২২, ১১:৫৩ পিএম | আপডেট: জুলাই ৩, ২০২২, ০৫:৫৩ এএম

অচেনা নম্বর থেকে বারবার কল আসছে? সাবধান! নিমেষে ফাঁকা হতে পারে একাউন্ট
অচেনা নম্বর থেকে বারবার কল আসছে? সাবধান! নিমেষে ফাঁকা হতে পারে একাউন্ট

বর্তমানে বহুরকম ভাবে জালিয়াতরা টাকা হাতানোর প্রচেষ্টা চালাচ্ছে। তারা নানান ভাবে ফোন করে বা মেসেজের মাধ্যমে টাকা তুলে নিচ্ছে। যে কারনে যে কোনো অচেনা নম্বর থেকে ফোন এলেই সতর্ক হতে হবে।

এক পুলিশকর্তা সাবধান বার্তা দিয়ে বলেছেন, যদি কোনও অপরিচিত ব্যক্তি নিজেকে মোবাইল সংস্থা বা ‘সার্ভিস প্রোভাইডার’ সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে সাহায্য করার নামে কোনও ‘কোড নম্বর’ ডায়াল করতে বলে, সঙ্গে সঙ্গেই যেন তিনি সেই ফোন কেটে দেওয়া হয়। 

এক্ষেত্রে সাধারণত জালিয়াতরা ‘স্টার’-এর পর দু’টি বা তিনটি সংখ্যা ও ফের ‘স্টার’ এবং তার পর দশটি সংখ্যা, শেষে ‘হ্যাশ’ ডায়াল করতে বলে। কেউ যেন এই নম্বর ডায়াল না করেন, এমনই সতর্কতা লালবাজারের পক্ষ থেকেও।

কিছুদিন আগেই এই ঘটনা ঘটে, এক ব্যক্তি মোবাইল সংস্থার কর্মী বলে পরিচয় দেয়। সে মোবাইলের সমস্যার কথা জিজ্ঞাসা করে। ওই প্রৌঢ় সমস্যা নেই জানালে ব্যক্তিটি বলে, সমস্যা যে রয়েছে, তা তাদের কম্পিউটারে দেখাচ্ছে। সেই সমস্যা মেটাতে স্টার দিয়ে শুরু করে একটি দশ সংখ্যার পর হ্যাশের ‘কোড নম্বর’ তাঁর মোবাইল থেকে ডায়াল করতে বলে। তারপরই উধাও হয়ে যায় তার সমস্ত টাকা। তাই মোবাইলে যে কোনো অজানা কাজ করার আগে সতর্ক হোন।