শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

Spam মেসেজে বিরক্ত হয়ে যাচ্ছেন? রইল অটোমেটিক ব্লক করার পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ১১:৫২ পিএম | আপডেট: আগস্ট ৫, ২০২২, ০৫:৫২ এএম

Spam মেসেজে বিরক্ত হয়ে যাচ্ছেন? রইল অটোমেটিক ব্লক করার পদ্ধতি
Spam মেসেজে বিরক্ত হয়ে যাচ্ছেন? রইল অটোমেটিক ব্লক করার পদ্ধতি

অনেক সময় স্প্যাম কল এবং মেসেজ আমাদের বিরক্ত করে। সেটা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিয়ে হোক বা আইফোন ব্যবহারকারীদের নিয়েই হোক। স্প্যাম কল কল এবং মেসেজ থেকে রেহাই পাওয়া খুব কষ্টের। স্প্যাম বার্তাগুলি ঘন ঘন কলের মতো বিরক্তিকর।

অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিং সেট করা একটু কঠিন। এর কারণ অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড এবং তাদের নিজস্ব স্কিন বা ওএস। তবে একটি সহজ উপায় আছে। এর জন্য আপনাকে প্রথমে গুগল মেসেজ অ্যাপ ডাউনলোড করতে হবে।

এই অ্যাপটি Pixal এবং অন্য কিছু ব্র্যান্ডের ফোনে আগে থেকে ইনস্টল করা আছে। আপনার ফোনে এই অ্যাপটি না থাকলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। Google Messages অ্যাপে, আপনি স্প্যাম প্রোটেকশন ফিচার পান, যা ভাল কাজ করে।

Google Messages অ্যাপের লেটেস্ট ভার্সেন ইনস্টল করার পরে আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে। এখন আপনাকে Account বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনাকে Messages Setting-এ যেতে হবে।ইউজারদের  Spam protection অপশনটি খুঁজে বের করতে হবে। আপনি এই অপশনটি পাওয়ার সাথে সাথে আপনাকে Enable spam protection অন করতে হবে।