শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সাবধান! স্মার্টফোন ব্যাবহারে করবেন না এই ভুলগুলি, ঘটতে পারে মারাত্বক দুর্ঘটনা

সৌভিক বেজ

প্রকাশিত: জুন ২২, ২০২২, ১১:৫০ পিএম | আপডেট: জুন ২৩, ২০২২, ০৫:৫০ এএম

সাবধান! স্মার্টফোন ব্যাবহারে করবেন না এই ভুলগুলি, ঘটতে পারে মারাত্বক দুর্ঘটনা
সাবধান! স্মার্টফোন ব্যাবহারে করবেন না এই ভুলগুলি, ঘটতে পারে মারাত্বক দুর্ঘটনা

বহু মানুষ আছেন যাঁরা সারারাত মোবাইল চার্জে লাগিয়ে রাখেন। তাই এটিতে চার্জ সম্পূর্ণ হওয়ার পরেও দীর্ঘসময় ধরে বিদ্যুৎ সংযোগ থাকে। যেটি আসলে ফোনের জন্য খুবই ক্ষতিকর। তাই সমস্ত মানুষের ফোন চার্জের বিষয়টি অবশ্যই নজরে রাখা দরকার। কারণ 100 শতাংশ চার্জ হয়ে গেলে তা বিদ্যুৎ থেকে ডিসকানেক্ট করা দরকার।

অনেক মানুষ আবার বুক পকেটে ফোন রাখেন। কিন্তু এটি একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারণ জামার বুক পকেটে স্মার্টফোন রাখা হলে তাতে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে। কারণ স্মার্টফোন থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নির্গত হয়। যা শরীরে একাধিক সমস্যা তৈরি করতে পারে। মূলত হার্ট ও মস্তিস্কের জন্য অনেক সমস্যা সৃষ্টি করে।

অনেকেই আছেন যারা স্মার্টফোনের জন্য মাল্টি প্লাগ এক্সটেনশন ব্যবহার করেন। এটি আসলে খুব একটা সেফ নয়। এর ফলে ফোনের চার্জিং অ্যাডপ্টারে সমস্যা তৈরি হতে পারে। সঠিকভাবে কাজ নাও হতে পারে। পরে সমস্যার সম্মুখীন যদি না হতে চান তাহলে শুধু ওয়াল সকেটেই চার্জার ব্যাবহার করুন।

ফোন চার্জ দেওয়ার সময় অনেকেই Wire Headphone ব্যবহার করেন। কিন্তু তা সম্পূর্ণ ভুল। কারণ কোনও কারণে ইলেকট্রিক তারে ছিদ্র থাকলে সেখান থেকে শক লাগার সম্ভাবনা থাকতে পারে। সেকারণে ফোন চার্জিংয়ের সময় কোনও ভাবেই Wire Headphone ব্যবহার করা উচিত নয়।