শনিবার, ০৪ মে, ২০২৪

ক্রেডিট কার্ডের সাথে UPI লিঙ্ক করতে চাইছেন? রইল Phone Pe, Gpay লিঙ্ক করার পদ্ধতি

সৌভিক বেজ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ১১:৫২ পিএম | আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৫:৫২ এএম

ক্রেডিট কার্ডের সাথে UPI লিঙ্ক করতে চাইছেন? রইল Phone Pe, Gpay লিঙ্ক করার পদ্ধতি
ক্রেডিট কার্ডের সাথে UPI লিঙ্ক করতে চাইছেন? রইল Phone Pe, Gpay লিঙ্ক করার পদ্ধতি

অনেকেই পেমেন্ট করার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান কিন্তু লিঙ্ক না করার ফলে ডেবিট কার্ড দিয়েই কাজ চালাতে হয়। ক্রেডিট কার্ড এবং UPI লিঙ্ক করার মাধ্যমে, আপনি সহজেই অনলাইনে পেমেন্ট করতে করবেন। যদি ক্রেডিট কার্ড এবং UPI লিঙ্ক করতে চান, তাহলে PhonePe এবং Google Pay-এর সঙ্গে লিঙ্ক করার সহজ প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন-

PhonePe-এর সঙ্গে ক্রেডিট কার্ড লিঙ্ক করার পদ্ধতি- এই কাজটি করার জন্য আপনি প্রথমে PhonePe অ্যাপটি খুলুন। এরপর View All Payment Methods অপশনটি নির্বাচন করুন। এর পরে আপনি ক্রেডিট এবং ডেবিট বিকল্প যোগ করার বিকল্প দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন এবং আপনার কার্ডের বিবরণ লিখুন যেমন কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণ নম্বর। এরপরে আপনি OTP লিখুন এবং সাবমিট করুন।

Google Pay-এর সঙ্গে ক্রেডিট কার্ড লিঙ্ক করার পদ্ধতি- এর জন্য প্রথমে Google Pay খুলুন। এরপর Pay Businesses এ ক্লিক করুন অথবা পেমেন্ট মেথড  সেট আপ করুন। এর পর Proceed অপশনে ক্লিক করুন এবং আপনার ক্রেডিট কার্ডের বিবরণ লিখুন।

এরপরে আপনি যে টার্ম এবং কন্ডিশন নির্বাচন করবেন তা দেখতে পাবেন। এর পরে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, যা আপনাকে অ্যাপের নির্দিষ্ট দিতে হবে। তাহলেই আপনার পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে।