শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

‍‍`হর ঘর তিরঙ্গা‍‍`! ১৫ অগাস্ট ঘরে ঘরে পতাকা উত্তোলনের আগে জানতে হবে এই সকল নিয়ম

মৌসুমী মোদক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ০৭:২৯ পিএম | আপডেট: আগস্ট ১০, ২০২২, ০১:৩৭ এএম

‍‍`হর ঘর তিরঙ্গা‍‍`! ১৫ অগাস্ট ঘরে ঘরে পতাকা উত্তোলনের আগে জানতে হবে এই সকল নিয়ম
‍‍`হর ঘর তিরঙ্গা‍‍`! ১৫ অগাস্ট ঘরে ঘরে পতাকা উত্তোলনের আগে জানতে হবে এই সকল নিয়ম

আগামী ১৫ অগাস্ট স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি। আর সেই উপলক্ষে দেশ জুড়ে উদযাপিত হতে চলেছে নানা অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই  নেওয়া হয়েছে একাধিক অভিনব পরিকল্পনা।  চলতি বছরে পালন করা হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচী। আর এই কর্মসূচীর অংশ হিসেবেই এবছর স্বাধীনতা দিবসে ‍‍`হর ঘর তিরঙ্গা‍‍`র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রতি মানুষকে এই প্রকল্পে সামিল হওয়ার আহ্বানও জানানো হয়েছে। 

এ বছর কেন্দ্রের তরফে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচীর যে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে, তাতে সরকারি ভবন সহ দেশের ২০ কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা ওড়ানোর সংকল্প করা হয়েছে। আগামী ১৩-১৫ অগাস্ট দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে সরকারি ভবন, রাষ্ট্রায়াত্ত দপ্তর থেকে  থানা এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা,  শপিং মল,  রেস্তোরাঁ, টোলপ্লাজায় জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে পতাকা উত্তোলন করলেও জানতে হবে বেশ কিছু নিয়ম। জাতীয় পতাকাকে যথাযথ সম্মান জানাতে তিরঙ্গা উত্তোলনের আগে সেই সকল নিয়্ম অবশ্যই মেনে চলা উচিৎ। উল্লেখ্য, এ বছর ঘরে ঘরে পতাকা উত্তোলন কর্মসূচী পালনের জন্য ন্যাশনাল ফ্ল্যাগ কোডে খানিক সংশোধনও এনেছে সরকার। আগে শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলনের অনুমতি ছিল। তবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচীতে সারা দিন-রাত ধরে এই তেরঙ্গা তুলে রাখা যাবে বাড়িতে।

ভারতীয় পতাকা বিধি ২০২২-এর দ্বিতীয় ভাগের ২.২ অনুচ্ছেদের সংশোধিত ১১ নম্বর ধারায় বলা হয়েছে, এবার দেশের যে কোনও নাগরিকের বাড়িতে যে কোনও সময় জাতীয় পতাকা তোলা যেতে পারে। রাতের বেলাতেও তা তোলা যাবে। তবে মাথায় রাখতে হবে এই পতাকার আকৃতি যেন বড় হয় এবং তা যেন ছেঁড়া না থাকে। পাশাপাশি আগে পলিয়েস্টারের তৈরি বা মেশিনে তৈরি পতাকা উত্তোলনের অনুমতি না থাকলেও নতুন নিয়ম অনুযায়ী, হাতে বা মেশিনে তৈরি যে কোনও ধরনের পতাকাি উত্তোলন করা যাবে। 

এছাড়াও পতাকা উত্তোলনের মানতে হবে আরও কয়েকটি নিয়ম। জাতীয় পতাকার স্থান সব সময় উঁচুতে থাকতে হবে। বাণিজ্যিকভাবে জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না। যে দণ্ডে জাতীয় পতাকা থাকবে সেখানে অন্য কোনও পতাকা রাখা যাবে না। কোনও রকম বিকৃত বা ছেঁড়া পতাকা উত্তোলন করা যাবে না।

জাতীয় পতাকার অনুপাত হবে ৩:২। পতাকায় কোনও অক্ষর লেখা থাকবে না। দেখতে হবে পতাকা যেন অর্ধেক উত্তোলন করা না হয়। পতাকাটি মাটিতে ফেলা যাবে না। জাতীয় পতাকার রঙে কোনও পোশাকও পরা যাবে না। এছাড়াও কোনও ব্যক্তির মৃতদেহের কফিনে অথবা চিতায় জাতীয় পতাকা দেওয়া চলবে না।