শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ফের খামখেয়ালিপনা! আগামী ৪৮ ঘণ্টায় বড় পরিবর্তন আবহাওয়ার, ঠিক কী জানাচ্ছে হাওয়া অফিস?

মৌসুমী

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০৭:০৯ পিএম | আপডেট: জানুয়ারি ১১, ২০২৩, ০১:০৯ এএম

ফের খামখেয়ালিপনা! আগামী ৪৮ ঘণ্টায় বড় পরিবর্তন আবহাওয়ার, ঠিক কী জানাচ্ছে হাওয়া অফিস?
ফের খামখেয়ালিপনা! আগামী ৪৮ ঘণ্টায় বড় পরিবর্তন আবহাওয়ার, ঠিক কী জানাচ্ছে হাওয়া অফিস?

আবহাওয়ার খামখেয়ালীপনের ফের শীতের অনুভূতি থেকে বঞ্চিত হতে পারে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে ফের বাড়তে তাপমাত্রা। মকর সংক্রান্তিতেই রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৪ তারিখ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির উপরে উঠে যেতে পারে। একইসঙ্গে দক্ষিণবঙ্গে কোনরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এ সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

একইসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত কোনরকম নিম্নচাপের সম্ভাবনা নেই রাজ্যে। আবহাওয়া থাকবে শুষ্ক। অর্থাৎ ফের একবার আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য উধাও হতে চলেছে শীতের আমেজ।

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতল দিনের সতর্কতা জারি হয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ১৫ ডিগ্রির মধ্যেই থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার-এ ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি দুই দিনাজপুর ও মালদা জেলাতেও ঘন কুয়াশা থাকবে। আগামী ৪৮ ঘণ্টা উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শীতের আমেজ বহাল থাকবে।