শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ভারতীয় ডাকবিভাগে বিপুল শূন্যপদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল খুঁটিনাটি

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ৪, ২০২২, ০২:২৯ পিএম | আপডেট: মে ৪, ২০২২, ০৮:৫৮ পিএম

ভারতীয় ডাকবিভাগে বিপুল শূন্যপদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল খুঁটিনাটি
ভারতীয় ডাকবিভাগে বিপুল শূন্যপদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল খুঁটিনাটি

চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ! সম্প্রতি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাকবিভাগ (Indian Post)। বিপুল সংখ্যক শূন্যপদে চলবে নিয়োগ। ইতিমধ্যে আবেদনপত্র গ্রহণের কাজও শুরু হয়ে গিয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

কীভাবে আবেদন করবেন? কী কী যোগ্যতা লাগবে? শূন্যপদের সংখ্যাই বা কত? জেনে নিন খুঁটিনাটি সব তথ্য!

শূন্যপদের সংখ্যা ও বিবরণ:
মোট ৩৮,৯২৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। বিপিএম ও এবিপিএম পদে নিয়োগ করা হবে।

আবেদনের যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের ভারত সরকার/রাজ্য সরকার/ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা স্বীকৃতি প্রাপ্ত যে কোনও বোর্ড থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। পরীক্ষাটি হতে হবে গণিত এবং ইরেজি বিষয় অন্তর্ভুক্ত।

বয়সসীমা:
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি সংরক্ষণের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে।

নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের মূলত মেরিটের ওপর ভিত্তি করে বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের একটি তালিকা প্রকাশিত হবে।

আবেদন ফি:
প্রার্থীদের আবেদনের জন্য ফি লাগবে ১০০ টাকা।

বেতনক্রম:
বিপিএম- মাসিক ১২,০০০ টাকা 
এবিপিএম/ ডাক সেবক- মাসিক ১০,০০০ টাকা

আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদনের জন্য প্রার্থীরা এই লিঙ্কটিতে (এখানে) ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ৫ জুন, ২০২২। আবেদন করতে হবে অনলাইন। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও আবেদনের যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা (এখানে) এই লিঙ্কে ক্লিক করতে পারেন।