শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাংলার এই ২ জেলায় মোটা বেতনে PNB-তে চাকরি! কীভাবে আবেদন করবেন? রইল পদ্ধতি

মৌসুমী মোদক

প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০২:৩২ পিএম | আপডেট: মার্চ ২১, ২০২২, ০৮:৪৮ পিএম

বাংলার এই ২ জেলায় মোটা বেতনে PNB-তে চাকরি! কীভাবে আবেদন করবেন? রইল পদ্ধতি
বাংলার এই ২ জেলায় মোটা বেতনে PNB-তে চাকরি! কীভাবে আবেদন করবেন? রইল পদ্ধতি / প্রতীকী ছবি

আপনি কি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ? চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ সুযোগ৷ সম্প্রতি বাংলার দুই জেলায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় মোটা বেতনে পিওন পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।

কীভাবে আবেদন করবেন? বেতন কত? বয়সসীমা কী? শূন্যপদের সংখ্যাই বা কত? চোখ বুলিয়ে নেওয়া যাক যাবতীয় খুঁটিনাটি বিষয়ে!

শূন্যপদের সংখ্যা ও বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে পিওন পদে নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা মোট ১৫টি। 
পূর্ব বর্ধমান - ৮টি পদ ও বীরভূম - ৭টি পদ।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ইংরেজিতে প্রাথমিক পড়া/লেখার স্বাভাবিক জ্ঞান থাকতে হবে। 
এখানে জানিয়ে রাখা ভালো, এই পদের জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ যোগ্যতা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ। স্নাতক উত্তীর্ণ বা ডিগ্রিধারী প্রার্থীরা কোনও ভাবেই আবেদন করতে পারবেন না।

বয়সসীমা:
প্রার্থীদের বয়সসীমা ১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে।

বেতনক্রম:
নির্বাচিত প্রার্থীদের মাসিক ১৪,৫০০ টাকা থেকে ২৮,১৪৫ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:
অনলাইন ও অফলাইন, দু‍‍`ভাবেই আবেদন করতে হবে। 
অফিশিয়াল ওয়েবসাইট  http://pnbindia.in/ -তে আবেদন করে আবেদনপত্রটি অফলাইনে পাঠাতে হবে। প্রার্থীরা আবেদনপত্র পাঠাবেন, Dy. Circle Head- Support, HRD Department, Punjab National Bank, Circle Office, Burdwan, 2 nd Floor, Sree Durga Market, Police Line Bazar, GT Road, Burdwan – 713103 এই ঠিকানায়।

আবেদনের তারিখ:
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৮ মার্চ, ২০২২।