শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

দশম পাশেই রেলে বিপুল শূন্যপদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল খুঁটিনাটি

মৌসুমী মোদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২২, ০২:২৮ পিএম | আপডেট: জুলাই ২৬, ২০২২, ০৮:২৯ পিএম

দশম পাশেই রেলে বিপুল শূন্যপদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল খুঁটিনাটি
দশম পাশেই রেলে বিপুল শূন্যপদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? রইল খুঁটিনাটি / প্রতীকী ছবি

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? রেলে চাকরি করতে ইচ্ছুক? তাহলে এবার রয়েছে এক দারুণ সুযোগ। সম্প্রতি উত্তর মধ্য রেলওয়েতে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের শীঘ্রই আবেদন জানানোর কথা বলা হয়েছে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক, আবেদন সংক্রান্ত বিস্তারিত সব খুঁটিনাটি!

শূন্যপদের সংখ্যা ও নিয়োগ স্থান
মোট ১,৬৫৪টি শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। উত্তর মধ্য রেলওয়ের প্রয়াগরাজ, ঝাঁসি এবং আগ্রাতে হবে এই নিয়োগ। প্রয়াগরাজ- ৭০৩ শূন্যপদ, ঝাঁসি - ৬৬০ শূন্যপদ এবং আগ্রা - ২৯৬ শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি থাকতে হবে ভারত সরকারের NCVT বা SCVT থেকে বাণিজ্যে তার ITI ডিপ্লোমা।

বয়স সীমা
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

নিয়োগ পদ্ধতি
মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন হবে। ম্যাট্রিকুলেশন এবং আইটিআই উভয়ের নম্বরকেই সমান গুরুত্ব দেওয়া হবে। এই নম্বরের ভিত্তিতেই মেধা তালিকা প্রকাশিত হবে।

আবেদন ফি
আবেদনের জন্য সাধারণ / ওবিসি / ইডব্লিউএস প্রার্থীকে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

কীভাবে আবেদন করবেন? 
আবেদন প্রক্রিয়া অনলাইন। (এখানে) গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন গত ২রা জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ১লা অগাস্ট, ২০২২।