শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ভারতীয় রেলে চাকরি করতে ইচ্ছুক? আর সুযোগ হাতছাড়া নয়! জেনে নিন কীভাবে আবেদন করবেন

মৌসুমী মোদক

প্রকাশিত: জুন ৪, ২০২২, ০৪:০২ পিএম | আপডেট: জুন ৪, ২০২২, ১০:০২ পিএম

ভারতীয় রেলে চাকরি করতে ইচ্ছুক? আর সুযোগ হাতছাড়া নয়! জেনে নিন কীভাবে আবেদন করবেন
ভারতীয় রেলে চাকরি করতে ইচ্ছুক? আর সুযোগ হাতছাড়া নয়! জেনে নিন কীভাবে আবেদন করবেন

আপনি কি ভারতীয় রেলে চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত সুযোগ। সম্প্রতি এপ্রেন্টিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্টার্ন রেলওয়ে। আবেদন করতে পারেন আপনিও। তাই সুযোগ হাতছাড়া হওয়ার আগেই জেনে নিন আবেদন সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি।

শূন্যপদের সংখ্যা
মোট ৩৬১২টি শূন্য পদে হবে নিয়োগ। ওয়েস্টার্ন রেলওয়ের এপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য ভারতের কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম কিংবা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। দশম বা দ্বাদশ শ্রেণীতে ৫০% নম্বর থাকা আবশ্যক। এছাড়াও আবেদনকারীকে ITI এর ট্রেনিং প্রাপ্ত হতে হবে। দেশের যে কোনও জায়গা থেকেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি সংরক্ষণের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে।

কীভাবে আবেদন করবেন? 
আবেদন প্রক্রিয়া অনলাইনে। প্রথমে ওয়েবসাইটে রেজিষ্টার করতে হবে। তারপরেই আবেদন করতে হবে। সঙ্গে থাকতে হবে আইডি ডকুমেন্ট, মার্কশিট, সই এবং স্ক্যান করা ফটোগ্রাফ।
প্রার্থীরা (এখানে) ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদন ফি 
আবেদনের জন্য ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে। তবে SC, STএবং OBC দের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৭ জুন, ২০২২।