বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

১ দিনেই মহাষষ্ঠী থেকে দশমীর পুজো, মাত্র ২৪ ঘন্টায় শেষ হয় দুর্গাপুজো! কোথায় হয় এই পুজো?

প্রিয়াঙ্কা রায়

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৯:২৪ পিএম | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৩:২৪ এএম

১ দিনেই মহাষষ্ঠী থেকে দশমীর পুজো, মাত্র ২৪ ঘন্টায় শেষ হয় দুর্গাপুজো! কোথায় হয় এই পুজো?
১ দিনেই মহাষষ্ঠী থেকে দশমীর পুজো, মাত্র ২৪ ঘন্টায় শেষ হয় দুর্গাপুজো! কোথায় হয় এই পুজো?

ইতিমধ্যেই পুজোর কাউনডাউন শুরু হয়ে গেছে। গতকাল মহালয়া পার করে আজ প্রথমা। আর মাত্র কটা দিন। তারপরেই হাজির হবে আমাদের দীর্ঘ একবছরের অপেক্ষার পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পুজো পুজো রব ইতিমধ্যে আকাশে বাতাসে বইছে। কারন মহালয়া পেরলেই পুজো শুরু হয়ে যায় বলাই চলে। 

আমরা সকলে এই ৫ দিনের মহাপুজো অর্থাৎ মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মহামায়ার আরাধনায় মেতে থাকি। যেন মনে হয় আর কটা দিন মা থাকলে আরও ভালো লাগতো। তবে এই পুজোর মেয়াদ যদি ৫ দিনের কম হয় তাহলে? ৫ দিনের কম শুনেই যেন মনে বিষাদ নেমে আসছে। মন ভার করার মত কথা। এমনটা কি হতে পারে? 

হ্যাঁ অবশ্যই হতে পারে। এবং হয়ও! এই বাংলাতেই দেবী দুর্গা ১ দিনের জন্য আসেন। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই শেষ হয় দেবী দুর্গার পুজো। আর এই ১ দিনের পুজো হয়ে থাকে আসানসোলের বার্নপুরের ধেনুয়া গ্রামে। এখানে দেবী দুর্গা ১ দিনের জন্য আসেন। 

জানা গেছে, ১৯৩৭ সালে দামোদর নদীর ধারে কালী কৃষ্ণ যোগশ্রম নামে একটি আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই আশ্রমে থাকা তেজানন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে ১৯৭৮ সালে ১ দিনের দুর্গাপুজোর সূচনা করেছিলেন। আর সেই থেকেই পিতৃপক্ষের অন্তিমক্ষণে মহালয়ার দিন দেবী দুর্গা এখানে ২৪ ঘন্টার জন্যই আসেন। 

মহালয়ার দিন সকালে পুজো শুরু হয় কলা বউ স্নানের মধ্য দিয়ে। তারপর একে একে মহা ষষ্ঠী,মহা সপ্তমী, মহা অষ্টমী, মহা নবমী ও দশমীর পুজো সম্পন্ন করা হয় এখানে। এছাড়া মা দুর্গা এখানে তাঁর দুই সখি জয়া ও বিজয়া এর সাথেই পূজিত হন। মা এর সাথে থাকেন তাঁর ৪ সন্তান এমনকি থাকে না অসুরও।