শনিবার, ১১ মে, ২০২৪

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা মোদি-শাহ-মমতার

মৌসুমী বসাক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ১০:১৬ এএম | আপডেট: জানুয়ারি ২৬, ২০২২, ০৪:১৬ পিএম

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা মোদি-শাহ-মমতার
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা মোদি-শাহ-মমতার / প্রতিকী ছবি

করোনা আবহেই দেশ জুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। গতবারের মত এবারেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কাটছাঁট করা হয়েছে। একেবারেই সাদামাটাভাবে অনাড়ম্বর প্রজাতন্ত্র দিবস পালিত হবে তার আগেই সকাল সকাল দেশবাসীকে ৭৩ তম গণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

এদিন সকালে নরেন্দ্র মোদি টুইট করে লেখেন, "আপনাদের সকলকে সাধারণতন্ত্র দিবসের আন্তরিক শুভ কামনা। জয় হিন্দ।" স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, "সকলকে ৭৩তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। ভারতীয় সাধারণতন্ত্রের গর্ব, একতা ও অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখতে নিজেদের সর্বস্ব অর্পণ করা সমস্ত জওয়ানকে প্রণাম জানাই। আসুন আমরা সবাই স্বাধীনতার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করার সংকল্প করি। জয় হিন্দ।"

 

অন্যদিকে,  একটি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন মুখ্যমন্ত্রীর কথা মত রেড রোডে দেখা যাবে নেতাজির ট্যাবলো। যা সাজিয়ে তুলেছে তথ্য ও সংস্কৃতি দফতরের শিল্পীরা। এছাড়াও থাকবে কলকাতা পুলিশের একটি ট্যাবলো।