শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

Abhishek Bandyopadhyay : ‘প্রতিশ্রুতি রাখব, আগামী ৫ বছর মাটি কামড়ে গোয়ায় পড়ে থাকব’! দাবি অভিষেকের

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০৯:৫৮ এএম | আপডেট: মার্চ ১১, ২০২২, ১০:২৮ এএম

Abhishek Bandyopadhyay : ‘প্রতিশ্রুতি রাখব, আগামী ৫ বছর মাটি কামড়ে গোয়ায় পড়ে থাকব’! দাবি অভিষেকের
‘প্রতিশ্রুতি রাখব, আগামী ৫ বছর মাটি কামড়ে গোয়ায় পড়ে থাকব’! দাবি অভিষেকের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবারই দেশের মধ্যে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। শুধুমাত্র পঞ্জাবে ক্ষমতায় আম আদমি পার্টি। পঞ্জাব বাদে বাকি চার রাজ্যে মানুষের বিপুল জনসমর্থন আদায় করতে সমর্থ হয়েছে বিজেপি। এই চার রাজ্যে বিশেষ করে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ার ক্ষেত্রে সমর্থ হয়েছে গেরুয়া শিবির। এই পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র গোয়াতে তৃণমূল এবং বিজেপির লড়াই দেখা গিয়েছে বিধানসভা নির্বাচনে। একুশের বাংলার বিধানসভা নির্বাচনের পর। একুশে বাংলায় কিছু করে দেখাতে না পারলেও এবার গোয়ায় শেষ হাসি হেসেছে বিজেপি। 

এদিকে, গতকাল নির্বাচনের ফল ঘোষণার সময় গোয়াতেই উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবগ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফল ঘোষণার পর, গোয়ার মানুষকে ধন্যবাদ জানিয়েছে তিনি। তিন মাসেরও কম সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের উপর গোয়ার প্রতিটি মানুষ তাঁদের ভালোবাসা দেখিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন যে, চারটি আসন তাঁরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছেন। কিছু আসনে ১০০০-১২০০ ভোট এবং একটি আসনে প্রায় ২৫০ ভোটে হেরেছেন তাঁরা। পাশাপাশি এমন কিছু বিধানসভা রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র তিন মাসে প্রায় ৩০ শতাংশ ভোট পেয়েছে। 

অন্যদিকে, তিনি এও জানিয়েছেন, তাঁরা গোয়ার মানুষের কাছে বদ্ধপরিকর। সে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁরা গোয়ায় থাকবেন এবং ময়দানে থেকে লড়াই করবেন, সেই প্রতিশ্রুতি তাঁরা রাখবেন। এখনও সেই কথাতেই তাঁরা অনড় আছেন। তিনি গোয়ার ফলাফলের প্রতিক্রিয়ায় বলেন, ‘গোয়ার প্রত্যেক মানুষকে ধন্যবাদ জানাই এই ছোট্ট সময়ের মধ্যে তৃণমূলের উপর যে ভালোবাসা গোয়ার মা এবং বোনেরা দেখিয়েছেন। ৪টে সিট আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। ১০০০ থেকে ১২০০ ভোটের ব্যবধানে। এমন কিছু বিধানসভা রয়েছে যেখানে ৩ মাসের মধ্যে তৃণমূল ৩০ শতাংশ ভোট পেয়েছে। গোয়ার মানুষের কাছে বদ্ধপরিকর। প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা গোয়ায় থাকব এবং গোয়ার মানুষদের হয়ে লড়াই করব। আমরা আমাদের কথা এখনও অনড় রয়েছি। আগামী ৫ বছর আমরা মাটি কামড়ে গোয়ার মাটিতে পড়ে থাকব। ৩ মাসে হয়তো আমরা সেভাবে সবার কাছে পৌঁছাতে পারিনি। কিন্তু ৩ মাসে ৬ শতাংশ একটা রাজ্যে গিয়ে ভোট পাওয়া অন্য কোনও রাজনৈতিক দল করে দেখাতে পারেনি। বিজেপিও কোথায় এমনটা পায়নি। আমি মনে করি এটা আমাদের কাছে একটা বড় সাফল্য। আমরা পর্যালোচনা করব। তবে, গোয়ার মাটিতে আমরা থাকব। তৃণমূলকে আরও শক্তিশালী করব। আমরা গোয়া ছেড়ে আসব না। আমি আমাদের সকল প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। তাঁরাও মানুষদের সঙ্গে সেখানে থেকে কাজ করবে।’

অন্যদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কৌশল সম্পর্কে তিনি জানিয়েছেন যে, ‘সিদ্ধান্ত যা নেওয়ার তা সময়মত পর্যালোচনা করে দলের মধ্যে নেওয়া হবে। পাঁচটা রাজ্যের নির্বাচনের ফল সবাই দেখেছেন। একটি রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে গিয়েছিল তৃণমূল। তিন মাসে তারা তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করেছেন।’