সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

গুজরাটে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ ৩৮-এর বেশি বিধায়ক! তবে কি নবীন প্রজন্মেই ভরসা?

আত্রেয়ী সেন

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৯:১৩ পিএম | আপডেট: নভেম্বর ১১, ২০২২, ০৩:১৩ এএম

গুজরাটে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ ৩৮-এর বেশি বিধায়ক! তবে কি নবীন প্রজন্মেই ভরসা?
গুজরাটে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ ৩৮-এর বেশি বিধায়ক! তবে কি নবীন প্রজন্মেই ভরসা? / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন ৩৮- এর বেশি জয়ী বিধায়ক। নবীন প্রজন্মের উপরেই আস্থা এবং ভরসা রাখল গেরুয়া শিবির। গুজরাটে প্রথম দফার তালিকায় স্থান পেলেন ৬৯ জন জয়ী বিধায়ক, আর নতুন এলেন ৩৮ জন।

বৃহস্পতিবার মোট ১৮২ আসনের ১৬০ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ নাম বাদ পড়েছে, সেখানে রয়েছেন বিজয় রূপানি, নীতিন প্যাটেল, প্রাক্তন মন্ত্রী আরসি ফালদু ও প্রবীণ নেতা প্রদীপসিনহ জাদেজা৷

বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব বলেন, ‘দল নিজের ১২৭ আসন জেতার রেকর্ড ভাঙতে চেষ্টা করবে। এবার জয়ের রেকর্ড করবে গেরুয়া শিবির। নিজেদের রেকর্ডই ভাঙবে। আমরা এবার ১৫০-এর বেশি আসন জিততে পারব।’

গুজরাটের বিধানসভা নির্বাচনে এবারে বিজেপি প্রার্থী করেছে একসময়ে কংগ্রেসের নেতা হার্দিক প্যাটেলকে। গুজরাটের বিজেপি প্রধান সি আর পাতিল বলেছেন, এবারে আরও শক্তিশালী বিজেপিকে দেখবে বিরোধীরা। সি আর পাতিল ২০১৯ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তিনিই পরবর্তী সময়ে জুন মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন। হার্দিক প্যাটেল সম্পর্কে তিনি বলেন, ‘একজন বিজেপি সম্পর্কে ভুল বুঝে একটা বড় আন্দোলন তৈরি করেছিলেন ও কংগ্রেসে যোগ দিয়েছিলেন৷ কিন্তু তিনি পরে তাঁর ভুল বুঝতে পারেন, ও বিজেপিতে যোগদান করেন৷’