রবিবার, ১৯ মে, ২০২৪

‘যোগ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম’, যোগদিবসে কর্ণাটকের মাইসুরু থেকে বার্তা প্রধানমন্ত্রীর

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২১, ২০২২, ১০:০৫ এএম | আপডেট: জুন ২১, ২০২২, ০৪:১২ পিএম

‘যোগ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম’, যোগদিবসে কর্ণাটকের মাইসুরু থেকে বার্তা প্রধানমন্ত্রীর
‘যোগ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম’, যোগদিবসে কর্ণাটকের মাইসুরু থেকে বার্তা প্রধানমন্ত্রীর

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বাস্থ্য সচেতন, একথা কারোর অজানা নয়। তাঁর এনার্জি এবং কর্মশক্তির অন্যতম কারণ, তিনি নিয়মিত শরীরচর্চা করেন। তাছাড়া নরেন্দ্র মোদীকে বিভিন্ন সময়ে যোগাসন করতেও দেখা গিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবসের জন্য আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে কর্ণাটকের মাইসুরুতে উপস্থিতি ছিলেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এদিন প্রধানমন্ত্রী প্রায় ১৫ হাজার মানুষের সঙ্গে একসঙ্গে যোগাভ্যাস করেন। মহীশূর প্রাসাদ প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী স্মরণ করালেন দৈনন্দিন জীবনের যোগের গুরুত্বকে। আজ আন্তর্জাতিক যোগ দিবসে দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই মানুষ যোগাভ্যাসে ব্যস্ত। বাদ নেই রাজনীতিবিদরাও। উল্লেখ্য, ভারতের আর্জি মেনে যোগাকে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি দেওয়ার পর থেকে ২০১৫ সাল থেকে আজকের দিনে বিশ্বব্যাপী পালিত হয় যোগ দিবস। 

এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, ‘সকলকে যোগ দিবসের শুভেচ্ছা, অনেকের জীবন পাল্টে দিয়েছে যোগ। এবারের থিম যোগ ফর হিউম্যানিটি। বিশ্বের সর্বত্র পৌঁছে গিয়েছে। যোগ জীবনের পথ, অঙ্গে পরিণত হয়েছে, যোগ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম।’ মোদীর কথায়, “যোগা সমগ্র মানবজাতির জন্য প্রয়োজনীয়। এবারের যোগা দিবস ‘মানবতার স্বার্থে যোগ’ এই মন্ত্রে অনুপ্রাণিত। আমি রাষ্ট্রপুঞ্জ এবং গোটা বিশ্বের সকলকে যোগা দিবস উদযাপন করার জন্য অনেক ধন্যবাদ জানাই।”

প্রধানমন্ত্রী রোজকার জীবনে শরীরকে সুস্থ রাখার জন্য সকলেরই যোগাভ্যাস করা উচিত বলে পরামর্শ দিয়ে থাকেন। এদিনের অনুষ্ঠানেও তিনি সেই কথাই মনে করালেন আরও একবার। এদিন তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘দিনের শুরুতা যদি যোগাভ্যাসের মাধ্যমে হয়, তাহলে বাকি দিনটা ভাল কাটে। অনেকে রয়েছেন কাজের ফাকে সময় বের করে, এমনকি অফিসে গিয়েও যোগা করেন। যোগা বিশ্বে শান্তি এনে দিয়েছে।’ 

এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘শত বছর ধরে মাইসুরুর মতন ভারতের আধ্যাত্মিক কেন্দ্রগুলি যোগ-শক্তিকে লালন-পালন করেছে। বর্তমানে সেই যোগ শক্তি বিশ্ব স্বাস্থ্যকে দিশা দেখাচ্ছে। বর্তমানে যোগব্যায়াম বিশ্বব্যাপী পারস্পরিক সহযোগিতার ভিত্তি হয়ে উঠছে।’ যোগের গুরুত্ব বর্ণনা করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, ‘যোগ আমাদের জীবনে শান্তি আনে। যোগব্যায়ামের মাধ্যমে শান্তি শুধুমাত্র ব্যক্তির জন্য নয়। যোগব্যায়াম আমাদের সমাজ, দেশ, বিশ্ব এবং এই মহাবিশ্বে শান্তি আনে।’

নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত যখন স্বাধীনতার ৭৫ তম বছর পালন করছে, ঠিক সেই সময় আমরা বিশ্ব যোগ দিবস পালন করছি। করোনার কারণে বিগত দু’বছর এইভাবে যোগা ব্যায়াম করা হয়নি। যোগ দিবসের এই ব্যাপকতা, এই স্বীকৃতি ভারতের সেই অমৃত চেতনার গ্রহণযোগ্যতা যা ভারতের স্বাধীনতা সংগ্রামকে শক্তি জুগিয়েছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন যে, ‘যোগের এই অনন্ত যাত্রা এভাবেই চলবে ভবিষ্যতের দিকে। তিনি আরও বলেন যোগব্যায়ামের মাধ্যমে একটি সুস্থ ও শান্তিপূর্ণ বিশ্বকে ত্বরান্বিত করা হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এদিন গোটা দেশের ৭৫ টি স্থানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক।