রবিবার, ১৯ মে, ২০২৪

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া! সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন, শুভেন্দু-সুকান্তদের ডিপিতে জাতীয় পতাকা

আত্রেয়ী সেন

প্রকাশিত: আগস্ট ২, ২০২২, ১২:২৩ পিএম | আপডেট: আগস্ট ২, ২০২২, ০৬:২৬ পিএম

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া! সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন, শুভেন্দু-সুকান্তদের ডিপিতে জাতীয় পতাকা
প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া! সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন, শুভেন্দু-সুকান্তদের ডিপিতে জাতীয় পতাকা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া। বদলে যাচ্ছে একের পর এক সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার থেকে শুরু করে কভার ছবি সবই। আর এবার একে একে বঙ্গ বিজেপির নেতারাও তাঁদের সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি বা দলীয় পতাকার পরিবর্তে জাতীয় পতাকার ছবি দিচ্ছেন। এই যেমন রাজ্যেরবিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সোমবার মধ্যরাতে, যখন ঘড়ির কাঁটা বারোটা ছুঁয়েছে, সেই সময় শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ায় পুরনো ডিপি সরিয়ে জাতীয় পতাকাকে স্থান দিয়েছেন। 

এরপরই এক এক করে বঙ্গ বিজেপির নেতারাও নিজেদের সোশ্যাল মিডিয়ার ডিপিতে পরিবর্তন এনেছেন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বঙ্গ বিজেপির অন্যান্য বিধায়ক-নেতারাও সেই তালিকায় রয়েছে। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী পালিত হবে ‘আজাদি কা আমৃত মহোৎসব।’ এদিকে তার আগে রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘মন কি বাত’ অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে তাঁর বিশেষ আর্জিতে বলেন, ‘আগামী ২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সকল নাগরিক নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বদলে ফেলুন। বদলে ব্যবহার করুন তেরঙ্গা পতাকার ছবি।’

প্রধানমন্ত্রীর এই আবেদনের পরেই সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার থেকে শুরু করে কভার ছবি সবেতেই জাতীয় পতাকা ব্যবহারের হিড়িক পড়ে যায়। গেরুয়া শিবিরের নেতা-কর্মী-সমর্থকরা সকলেই জাতীয় পতাকার ছবি প্রোফাইল ছবি হিসেবে রাখতে শুরু করেন। তবে, সোশ্যাল মিডিয়ায় কেন জাতীয় পতাকাকে প্রোফাইল পিকচার রাখার আবেদন করলেন প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদী অবশ্য তার কারণও জানিয়েছেন। তিনি বলেন, ‘২ আগস্ট দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। জাতীয় পতাকার সঙ্গে ২ আগস্টের একটি বিশেষ যোগ রয়েছে। এই দিনেই জন্মেছিলেন পিংলি ভেঙ্কাইয়া। তিনি জাতীয় পতাকার নকশা এঁকেছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই এই দিন থেকে সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ডিপি হিসেবে ব্যবহার করুন তেরঙ্গার ছবি।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বার্তার পর থেকেই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি রাখার ধুম পড়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু দেশের বিভিন্ন স্তরের নাগরিকদের সোশ্যাল মিডিয়ায় জাতীয় পতাকা ব্যবহার দেখা যাচ্ছে আজ থেকেই।