শুক্রবার, ১৭ মে, ২০২৪

ডাক্তারখানায় কাগজ পড়তে পড়তেই আকস্মিক মৃত্যু এক ব্যক্তির! ভিডিও দেখে আঁতকে উঠল নেটদুনিয়া

আত্রেয়ী সেন

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ১১:১২ পিএম | আপডেট: নভেম্বর ৮, ২০২২, ০৫:১২ এএম

ডাক্তারখানায় কাগজ পড়তে পড়তেই আকস্মিক মৃত্যু এক ব্যক্তির! ভিডিও দেখে আঁতকে উঠল নেটদুনিয়া
ডাক্তারখানায় কাগজ পড়তে পড়তেই আকস্মিক মৃত্যু এক ব্যক্তির! ভিডিও দেখে আঁতকে উঠল নেটদুনিয়া

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ মাত্র দিন কয়েক আগের ঘটনা। চেয়ারে বসা অবস্থায় মৃত্যু হয় উত্তরপ্রদেশের এক জিম প্রশিক্ষকের। এবার একইভাবে আকস্মিক মৃত্যু হল রাজস্থানের এক ব্যবসায়ীর। ওই ব্যবসায়ী শনিবার বারমেরে এক দাঁতের ডাক্তারের ক্লিনিকে যান। তখন সেখানেই খবরের কাগজ পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মর্মান্তিক ওই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আঁতকে উঠছে নেটদুনিয়া।

বছর ৬১-র ওই মৃত ব্যবসায়ীর নাম দিলীপ কুমার মাদানি। তাঁর জামাকাপড়ের ব্যবসা রয়েছে বলেই জানা গিয়েছে। মৃত ব্যক্তি আদতে গুজরাটের সুরাটের বাসিন্দা। একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন বলেই ৪ নভেম্বর রাজস্থানের বারমারে এসেছিলেন। ৫ নভেম্বর থেকে তাঁর দাঁতে ব্যথা শুরু হয়। সেই জন্যই তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন।

জানা গিয়েছে, ঘটনার সময় বাইরে বসে অপেক্ষা করছিলেন মৃত দিলীপ কুমার মাদানি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ক্লিনিকে বসে অপেক্ষা করছেন তিনি। পাশে সংবাদপত্র হাতে নিয়ে পড়তে শুরু করেন। এরপরই আচমকাই অসুস্থ বোধ করতে শুরু করেন। শুধু তাই নয়, কিছুক্ষণের মধেই মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।

এদিকে, দিলীপ কুমার মাদানিকে ওভাবে আচমকাই পড়ে যেতে দেখে ক্লিনিকের কর্মীরা ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় নহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। উল্লেখ্য, ওই ঘটনা প্রসঙ্গে ওই ক্লিনিকের মালিক ডাঃ কপিল জৈন বলেন, ‘দিলীপের পরিবারের সঙ্গে কথা বলার আগে আমি কিছু বলতে চাই না। আমাকে জানানো হয়েছে, ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছিল এবং তাঁকে ট্যাক্সি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।’

প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের ৩৩ বছরের জিম প্রশিক্ষক চেয়ারে বসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা গিয়েছিল, গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রবিবার চেয়ারে বসা অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা করা যায়নি। চেয়ারে বসে জিম প্রশিক্ষকের মৃত্যুর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।