সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

‘কাল আমাকে আপমান করা হয়েছে, এর উত্তর মা-বোন দেবেন।’ মোদী গড়ে যোগীকে হুঁশিয়ারি মমতার

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৬:১১ পিএম | আপডেট: মার্চ ৩, ২০২২, ০৬:৪১ পিএম

‘কাল আমাকে আপমান করা হয়েছে, এর উত্তর মা-বোন দেবেন।’ মোদী গড়ে যোগীকে হুঁশিয়ারি মমতার
‘কাল আমাকে আপমান করা হয়েছে, এর উত্তর মা-বোন দেবেন।’ মোদী গড়ে যোগীকে হুঁশিয়ারি মমতার

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বারাণসীর দশাশ্বমেধ ঘাটে তাঁর গাড়ি ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখানোর ঘটনার কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড়ে দাঁড়িয়ে বিজেপি এবং যোগী সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, ‘আমি ভয় পাই না। আমি লড়াই করি। সিপিএম আমাকে অনেক মেরেছে। আমি মাথা নত করিনি।’

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বৃহস্পতিবার সভা করেন বাংলার মুখ্যমন্ত্রী। আর এদিন প্রথম থেকেই বিজেপি এবং মোদী এবং যোগীর বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। বক্তৃতার প্রথমেই বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখানোর প্রসঙ্গ উত্থাপন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাল কয়েকজন বিজেপি কর্মী আমার গাড়ি আটকেছিল। আমার গাড়িতে ধাক্কা মেরেছিল। আমাকে বলেছিল ‘ফিরে যান’। তখনই আমি বুঝেছি ওরা যাচ্ছে। ওদের বিদায় হচ্ছে। ওদের হার নিশ্চিত। আমি ভয় পাই না। আমি লড়তে জানি। সিপিএম আমাকে অনেক মেরেছে। গুলি চালিয়েছে। আমি মাথা নত করিনি। বিজেপি হারছে। এই মেসেজ খুব স্পষ্ট। আমাকে ভয় পেলে একবার নয়, হাজারবার আসব।”

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে বিজেপি আদতে মা-বোনেদের অপমান করেছে। তিনি বলেন, ‘কাল আমাকে যেভাবে অপমান করা হয়েছে, এর উত্তর মা-বোন দেবেন।’ উল্লেখ্য, বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই স্লোগান নিয়েও বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগও করেন। তৃণমূল সুপ্রিমো দাবি করেন, বিজেপি নেতারা ‘জয় শ্রীরাম’ বলেন, কিন্তু মা সীতার নাম মুখে আনেন না কখনও। 

অন্যদিকে, এদিন যোগী আদিত্যনাথকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাকে গুণ্ডাগিরি দেখাবেন না যোগীজি। আপনি বড় সন্ন্যাসী সাজেন। সন্ন্যাসী তাঁরাই যাঁদের সম্মান থাকে। আপনি সন্ন্যাসী নন। আপনি সন্ন্যাসীদের অপমান করছেন।’ তিনি কটাক্ষের সুরে এও বলেন যে, ‘আপনি নামে যোগী কাজে ভোগী।’

অন্যদিকে, লখিমপুর খেরির ঘটনা, অ্যান্টি রোমিও স্কোয়াড এবং করোনার সময় নদীতে লাশ ভাসানো নিয়েও যোগী আদিত্যনাথের সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর স্পষ্ট কথা, ‘অখিলেশ যাদব আপনাদের ঘরের ছেলে। বিজেপিকে হারাতে জোটকে ভোট দিন। এবার উত্তরপ্রদেশে বিজেপি হারলে, ২০২৪-এ দেশ থেকে বিজেপি সরে যাবে।’