বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪

যোগী রাজ্যে গণেশ চতুর্থীর বিশাল আয়োজন! ভাইরাল ১৮ ফুটের সোনার গণেশ, দেখুন ভিডিও

মৌসুমী মোদক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২, ০৭:৩০ পিএম | আপডেট: আগস্ট ২৮, ২০২২, ০৭:১৪ এএম

যোগী রাজ্যে গণেশ চতুর্থীর বিশাল আয়োজন! ভাইরাল ১৮ ফুটের সোনার গণেশ, দেখুন ভিডিও
যোগী রাজ্যে গণেশ চতুর্থীর বিশাল আয়োজন! ভাইরাল ১৮ ফুটের সোনার গণেশ, দেখুন ভিডিও

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই সারা ভারত মেতে উঠবে গণপতির পুজোয়। ৩১ অগাস্ট গণেশ চতুর্থী তিথি। তার আগেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। জোর কদমে  চলছে গণেশ মূর্তি বানানোর কাজ। কিছু জায়গায় মণ্ডপের মধ্যেই চলছে মূর্তি তৈরি। 

গণেশ চতুর্থী হিন্দু উৎসবগুলির মধ্যে অন্যতম। এই দিনটিকে ভগবান গণেশের জন্মদিন হিসেবে স্মরণ করা হয়।  দেশে প্রতি বছর ধুমধাম করে পালিত হয় এই দিনটি। এবারও গণেশ চতুর্থীর আয়োজনে তৈরি হচ্ছে সারা দেশ। 

গণেশ চতুর্থী উপলক্ষে সারা দেশের সঙ্গে সেজে উঠেছে উত্তর প্রদেশও। ১০ দিনের এই উৎসবে উত্তর  প্রদেশের  চান্দৌসির এলাকাবাসীরা মেতে উঠেছেন ১৮ ফুটের সোনার তৈরি গণেশের মূর্তি নিয়ে। ইতিমধ্যেই সোনার গণেশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অবাক নেটিজেনরা।

জানা গিয়েছে, গণেশ চতুর্থী উপলক্ষেই এই ১৮ ফুট উঁচু মূর্তি তৈরি করা হচ্ছে। তিরুপতি বালাজির আদলে তৈরি হচ্ছে সেই মূর্তি। এই কাজে যুক্ত অজয় ​​আর্য জানান, “বিগ্রহটি ১৮ ফুট লম্বা । তিরুপতি বালাজির আদলে তৈরি করা হচ্ছে”। 

অজয় আচার্য আরও জানিয়েছেন মূর্তি তৈরিতে প্রায় ৪০-৫০% সোনা ব্যবহার করা হবে এবং বাকিটা অন্যান্য ধাতু ব্যবহার করা হবে। সম্প্রতি এএনআই-এর পোস্ট করা একটি ভিডিওতে সোনার গণেশের ‘মেকিং’ দেখানো হয়। দেখে নিন সেই ভিডিও-