সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

‍‍`বিগ-বি ভগবান স্বরূপ‍‍`! ৬০ লক্ষ টাকা খরচ করে বাড়ির সামনে বচ্চনের মূর্তি বসালেন এই দম্পতি

মৌসুমী মোদক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০২:০৪ পিএম | আপডেট: আগস্ট ৩০, ২০২২, ০৮:০৪ পিএম

‍‍`বিগ-বি ভগবান স্বরূপ‍‍`! ৬০ লক্ষ টাকা খরচ করে বাড়ির সামনে বচ্চনের মূর্তি বসালেন এই দম্পতি
‍‍`বিগ-বি ভগবান স্বরূপ‍‍`! ৬০ লক্ষ টাকা খরচ করে বাড়ির সামনে বচ্চনের মূর্তি বসালেন এই দম্পতি

তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম উজ্জ্বল এক নক্ষত্র! হিন্দি সিনেমার আইকন! পাশাপাশি ইতিমধ্যেই তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার ‍‍`সেনসেশন‍‍`ও। তিনি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। দুনিয়ার কোণায় কোণায় ছড়িয়ে তাঁর ভক্ত। ফের একবার মিলল এমনই নজির। সম্প্রতি এক প্রবাসী ভারতীয় দম্পতি মহা ধুমধাম করে বাড়িতে বিগ বির মূর্তি বসালেন। আর তার জন্য খরচ হয়েছে ৬০ লক্ষ টাকা। ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই থ‍‍` নেটিজেনরা।

নিউ জার্সির এডিসন শহরের বাসিন্দা রিঙ্কু শেঠ ও গোপী শেঠ। ১৯৯০ সাল থেকে আমেরিকায় বসবাস করছে ওই পরিবার। তাঁদের ‘গোপী পরিবার’ নামে একটি টুইটার প্রোফাইলও আছে। সেইখান থেকেই ছবি টুইট করে তাঁরা লেখেন, ‍‍`শনিবার ২৭ অগস্ট আমাদের এডিসন এনজে ইউএসএ-এর নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করলাম। মিঃ বচ্চনের অনেক ভক্তও মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন।‍‍` ৫০০ এরও বেশি ভক্ত উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন স্থানীয় কমিউনিটি নেতা অ্যালবার্ট জাসানি। তিনিই মূর্তি উদ্বোধন করেন। গোপী ও তার পরিবারসহ আরও অনেকেই মূর্তির সামনে ছবি তোলেন। নাচ-গানসহ এলাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ঐদিন।  

দম্পতির দাবি, জীবনের প্রতিটি চড়াই-উতরাইয়ে বলিউডের ‘অ্যাংরি ইয়ংম্যান’ জড়িয়ে। অমিতাভ বচ্চন তাঁদের কাছে দেবতার সমান। তাই বাড়ির সামনে বিশাল কাঁচের বাক্সে প্রতিষ্ঠা করেই ফেললেন তাঁর মূর্তি। শুধু তাই নয়। তাঁরা সোশ্যাল মিডিয়ায় ‘বিগ বি এক্সটেন্ডেড গ্রুপ’ নামক একটি ওয়েবসাইটও চালান।  

সংবাদমাধ্যমকে গোপী জানিয়েছেন, ‍‍`আমার এবং আমার স্ত্রী-এর জন্য বিগ-বি ভগবানের থেকে কোনো অংশে কম না। তাঁর কর্মজীবন থেকে শুরু করে বাস্তব জীবন, যেভাবে তিনি জনসমক্ষে নিজেকে পরিচালনা করেন,সব আমাকে অনুপ্রাণিত করে। তিনি ভীষণই মাটির মানুষ। অন্য তারকাদের মতো না।  তিনি তাঁর ভক্তদের স্নেহ করেন। এই কারণে আমি মনে করি, আমার বাড়ির বাইরে তাঁর আলাদা একটি মর্যাদা থাকা উচিত।‍‍`

প্রসঙ্গত, আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে পরিচালক আর বালকির ছবি ‍‍`চুপ‍‍`। যেটি কিনা ‍‍`রোম্যান্টিক সাইকোপাথ‍‍` থ্রিলার।  এছাড়াও সাম্প্রতিক মুক্তির অপেক্ষায় ‍‍`ব্রম্ভাস্ত্র‍‍`, ‍‍`গুডবাই‍‍`, ‍‍`প্রজেক্ট কে‍‍`, ‍‍`বাটারফ্লাই‍‍` ইত্যাদি একাধিক ছবি। মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রায়শই পোস্ট করতেও দেখা যায় শাহেনশাকে৷