সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

মৃতদেহের মাংস খুবলে খাওয়া ভয়ানক প্রাণীর খোঁজ মিলল লোকালয়ে! ছড়াল আতঙ্ক

মৌসুমী মোদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০২:৫৩ পিএম | আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৯:০২ পিএম

মৃতদেহের মাংস খুবলে খাওয়া ভয়ানক প্রাণীর খোঁজ মিলল লোকালয়ে! ছড়াল আতঙ্ক
মৃতদেহের মাংস খুবলে খাওয়া ভয়ানক প্রাণীর খোঁজ মিলল লোকালয়ে! ছড়াল আতঙ্ক

অনেকের মতে, কবরস্থান থেকে মৃতদেহের মাংস খুবলে খায় এই প্রাণী। আর সেই প্রাণীরই দেখা এবার মিলল লোকালয়ে৷ স্বাভাবিকভাবেই তার ফলে আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে।

জানা গিয়েছে, ছত্তিশগঢ়ের মুঙ্গলি জেলার লোরমি নগরে লোকালয়ে ঢুকে পড়েছে প্রাণী। দিন কয়েক আগেও মাত্র এক-দু‍‍`টি প্রাণীকে লোকালয়ে দেখা গিয়েছিল। এখন প্রায় আট-দশটি জীব ঢুকে পড়েছে৷ এমনকি এলাকার লোকজনের বাড়ির ভেতরেও ঢুকে পড়েছে কয়েকটি। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

ইতিমধ্যেই বন দপ্তরে খবর পাঠানো হয়েছে। তবে জানা যাচ্ছে, বন দপ্তরের কর্মীরা এখনও একটি প্রাণীকেও ধরতে পারেনি। সেই কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। লোকালয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে প্রাণীগুলি।

প্রসঙ্গত, সাধারণত কবরস্থান সংলগ্ন জঙ্গলেই এই প্রাণীর দেখা পাওয়া যায়৷ এদের দেখতে অনেকটা বেজির মতো। মূলত ফল-মূল, ছোটখাটো কীট-পতঙ্গ খেয়েই জীবন কাটায় তারা।

এই প্রাণী নিশাচর৷ তাই অনেকের ধারণা, এই প্রাণী কবরের মৃতদেহের মাংস খুবলে খায়। যদিও পরিবেশবিদরা অবশ্য অন্য কথা বলেন। তবে এই প্রাণীদের নিয়ে স্থানীয়দের আতঙ্কের শেষ নেই।