সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

১১ তলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার! দমকলকর্মীর তৎপরতায় বড়সড় বিপদ এড়িয়ে বাঁচল প্রাণ

মৌসুমী মোদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০৭:০৫ পিএম | আপডেট: অক্টোবর ১৮, ২০২২, ০১:২৬ এএম

১১ তলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার! দমকলকর্মীর তৎপরতায় বড়সড় বিপদ এড়িয়ে বাঁচল প্রাণ
১১ তলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার! দমকলকর্মীর তৎপরতায় বড়সড় বিপদ এড়িয়ে বাঁচল প্রাণ

এক বহুতল আবাসনের ১১ তলার জানলার কার্নিশ থেকে পা ঝুলিয়ে  আত্মহত্যার চেষ্টা মহিলার। পথচলতি মানুষজন দেখে প্রথমে হতবাক হয়ে গিয়েছিলেন। প্রথমে কেউ যেন বিশ্বাসই করতে পারেননি ঠিক কী ঘটতে চলেছে। কিছু সময় যেতেই বোঝা যায় ওই মহিলা দশ তলার জানলা থেকে ঝাঁপ দিতে আত্মহত্যা করতে চলেছেন। 

এমন সময়ই আগন্তুকের মত এক দমকলকর্মী জীবনের ঝুঁকি নিয়ে ১১ তলা থেকে লাফ দিয়ে দু পায়ের সাহায্যে ঠেলে ওই মহিলাকে জানলা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমত ভাইরাল। 

অদম্য সাহসিকতার জন্য ওই দমকল কর্মীকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। কেউ কেউ আবার তাকে রিয়েল হিরো বলেও অভিহিত করেছেন। এখন ভাইরাল হওয়া ভিডিওটি টুইটারে ‘কমিউনিকেটার অফ আইওরিন’ পেজ থেকে শেয়ার করা হয়েছে।

 ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা দশতলার জানলার কার্নিশে পা ঝুলিয়ে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি। এমন সময়ে একজন জাপানি ‘ফায়ার ফাইটার’১১ তলা থেকে লাফিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ওই মহিলাকে প্রাণে বাঁচান।

ভিডিওটি ৪ লক্ষের বেশি ভিউ এবং নেটিজেনদের কাছ থেকে হাজার হাজার প্রতিক্রিয়া অর্জন করেছে। যদিও কিছু ব্যবহারকারী বাঁচানোর পদ্ধতিতে বেশ মুগ্ধ হয়েছিলেন, অন্যদের অনেক প্রশ্ন মহিলাটি সম্পর্কে!  তিনি কেমন আছেন, তা জানার জন্য অজস্র কমেন্ট নজরে এসেছে। যদিও সেই বিষয়ে বিশদে কিছু জানা যায়নি।