সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

‍‍`ডিয়ার সান্টা বাবা-মা‍‍`কে কিছু টাকা দেবে প্লিজ!‍‍` চিঠিতে আর্জি একরত্তির, আবেগে ভাসল নেটদুনিয়া

মৌসুমী মোদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৫:৪৫ পিএম | আপডেট: ডিসেম্বর ১৮, ২০২২, ১২:৩০ এএম

‍‍`ডিয়ার সান্টা বাবা-মা‍‍`কে কিছু টাকা দেবে প্লিজ!‍‍` চিঠিতে আর্জি একরত্তির, আবেগে ভাসল নেটদুনিয়া
‍‍`ডিয়ার সান্টা বাবা-মা‍‍`কে কিছু টাকা দেবে প্লিজ!‍‍` চিঠিতে আর্জি একরত্তির, আবেগে ভাসল নেটদুনিয়া

হাতে গোনা আর মাত্র দিন সাতেক। তারপরই বড়দিন। আর বড়দিন মানেই সারাবাড়ি জুড়ে সাজানো সান্টা ক্লজের পুতুল, ঝলমলে রঙিন টুনি লাইট, ক্রিসমাস ট্রি। বড়দিনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে সান্টা ক্লজ৷ প্রচলিত বিশ্বাস, বড়দিনের মাঝ রাতে নাকি বল্গা হরিণের গাড়িতে চেপে পৃথিবীর বুকে আসেন সান্টা ক্লজ। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের উপহার দেন। আর শিশুরাও এদিন মোজার মধ্যে নিজেদের ইচ্ছেমতো গিফট পাওয়ার আবদার লিখে রাখে!

সান্টার কাছে শিশুরা সাধারণত খেলনা বা বিশেষ কোনও পছন্দের জিনিসই উপহার হিসেবে পেতে চায়। তবে সম্প্রতি এক খুদে শিশুকন্যা যা চাইল, তা দেখে অবাক নেটদুনিয়া। বছর আটেকের ওই শিশুকন্যা চিঠিতে সান্টার কাছে যা আর্জি জানাল তা দেখে চোখে জল নেটজনতার।

শিশুটি সান্টার কাছে নিজের জন্য কিছুই চায়নি। সে বাবা-মা পরিবারের জন্য কিছু টাকা আবদার করে চেয়েছে। কেন হঠাৎ শিশুটি সান্টার কাছ থেকে টাকা চাইল তা চিঠিটি পড়লেই স্পষ্ট হয়ে যাবে। জানা গিয়েছে মেয়েটির নাম এমি। মেয়েটি ও তার পরিবার ইংল্যান্ডে থাকে।

চিঠিতে এমি লিখেছে- এই বড়দিনে আমি শুধু আমার বাবা-মায়ের জন্য টাকা চাই। খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। এটা দেখে আমার খুব খারাপ লাগছে। প্লিজ সান্টা, তুমি কি কিছু টাকা দিয়ে মা-বাবাকে সাহায্য করতে পার? আমি জানি এটা হয়ত বেশি চেয়ে ফেলেছি তোমার কাছে, আমি দুঃখিত।

চিঠিটি যিনি শেয়ার করেছেন সেই নিকোল এটি ট্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। চিঠিটি শেয়ার করে নিকোল লিখেছেন- আমার বোন সম্প্রতি সান্টা ক্লজের কাছে তার ৮ বছরের মেয়ের লেখা এই চিঠিটি দেখে এবং এটি পড়ার পরে আমি চোখের জল ধরে রাখতে পারিনি। ৮ বছরের শিশুকন্যার এমন চিঠি স্বাভাবিক ভাবেই সকলকেই আবেগপ্রবণ করে তুলেছে।